স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধূসর কালো পিচে আগের ম্যাচে স্পিনারদের ভেলকিতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চায় মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে ব্যাটিং ছন্দ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ।
এমন সমীকরণ সামনে নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ এবং প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
প্রথম ম্যাচে টস হারলেও প্রথমে ব্যাটিং করেছিল বাংলাদেশ। সংগ্রহ করেছিল ২০৭ রান। স্পিনিং ট্র্যাকে আজ মিরাজের লক্ষ্য ২৩০-২৪০ রান করার। এই স্কোরই জয়ের জন্য যথেষ্ট হবে বলে বিশ্বাস করেন তিনি। মিরাজ বলেন, ‘আগের ম্যাচের অন্তত আর ৩০ রান বেশি করা দরকার আমাদের। কারণ, আমরা পুরো ৫০ ওভার খেলতে পারিনি। আমরা আজ পুরো ৫০ ওভার খেলতে পারলে অবশ্যই আশা করবো এই স্কোরটা দাঁড় করাতে।’
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদের পরিবর্তে এসেছেন নাসুম আহমেদ। অর্থ্যাৎ চার স্পিনার ও এক পেসার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও নেমেছে চারজন স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।
এসি/আপ্র/২১/১০/২০২৫