ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ কোলি

  • আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ফিল সিমন্সের উত্তরসূরি এখনও ঠিক করে উঠতে পারেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আপাতত সেখানে নিজের দাবি জানানোর একটা সুযোগ পেলেন আন্দ্রে কোলি। সাবেক এই সহকারী কোচকে নিয়োগ দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও আফ্রিকা সফরে ক্যারিবিয়ানদের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোলি। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন সিমন্স। সিমন্সের সময়ের সহকারী কোচ রডি ইস্টউইক ও ব্যাটিং কোচ মন্টি দেশাইকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বোর্ড। কোলি এই দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কাজ করছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একাডেমির প্রধান কোচ হিসেবে। জ্যামাইকার সাবেক-কিপার ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্যারিয়ার স্রেফ ৭ ম্যাচের, আন্তর্জাতিক ক্রিকেট কখনও খেলেননি। তবে কোচ হিসেবে অভিজ্ঞতা ভালোই আছে এই ৪৮ বছর বয়সীর। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ছেলে ও মেয়ে, দুটিরই জাতীয় দলে নানা সময়ে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে সিমন্সের সহকারী ছিলেন কোলি। জ্যামাইকা তালাহওয়াসের সিপিএল শিরোপা জয়েও তিনি ছিলেন সহকারী কোচ। আগামী ফেব্রুয়ারির শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োতে। এরপরই দক্ষিণ আফ্রিকায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ কোলি

আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ফিল সিমন্সের উত্তরসূরি এখনও ঠিক করে উঠতে পারেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আপাতত সেখানে নিজের দাবি জানানোর একটা সুযোগ পেলেন আন্দ্রে কোলি। সাবেক এই সহকারী কোচকে নিয়োগ দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও আফ্রিকা সফরে ক্যারিবিয়ানদের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোলি। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন সিমন্স। সিমন্সের সময়ের সহকারী কোচ রডি ইস্টউইক ও ব্যাটিং কোচ মন্টি দেশাইকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বোর্ড। কোলি এই দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কাজ করছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একাডেমির প্রধান কোচ হিসেবে। জ্যামাইকার সাবেক-কিপার ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্যারিয়ার স্রেফ ৭ ম্যাচের, আন্তর্জাতিক ক্রিকেট কখনও খেলেননি। তবে কোচ হিসেবে অভিজ্ঞতা ভালোই আছে এই ৪৮ বছর বয়সীর। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ছেলে ও মেয়ে, দুটিরই জাতীয় দলে নানা সময়ে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে সিমন্সের সহকারী ছিলেন কোলি। জ্যামাইকা তালাহওয়াসের সিপিএল শিরোপা জয়েও তিনি ছিলেন সহকারী কোচ। আগামী ফেব্রুয়ারির শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই হবে বুলাওয়ায়োতে। এরপরই দক্ষিণ আফ্রিকায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ।