ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানো নিয়ে যা বললেন শামীম

  • আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

শামীম পাটোয়ারী- ছবি সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: প্রায় ১ বছর পর জাতীয় দলে ফেরা। যখন ক্রিজে নেমেছেন তখনও দলের অবস্থা খুব একটা সুখকর না। শামীম পাটোয়ারীর জন্য জাতীয় দলে ফিরে আসার দিনটা বেশ একটা পরীক্ষারই ছিল। তাতে অবশ্য বেশ ভালোভাবেই উৎরে গিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিজের কাজটা করেছিলেন দারুণভাবে। ৩ ছক্কা আর ১ চারে করেছিলেন ২৭ রান।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ওই ক্যামিওর সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে বাংলাদেশ। আর তাতে ৭ রানে জিতেছিল বাংলাদেশ দল। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখা নিয়ে শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’
প্রায় ১ বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ ইনিংস খেলেছেন শামীম। এমন কামব্যাক নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখালেন না তিনি, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’
শামিমের মুখে শেষ সময়ে শোনা গেল সিরিজ জয়ের কথা, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানো নিয়ে যা বললেন শামীম

আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: প্রায় ১ বছর পর জাতীয় দলে ফেরা। যখন ক্রিজে নেমেছেন তখনও দলের অবস্থা খুব একটা সুখকর না। শামীম পাটোয়ারীর জন্য জাতীয় দলে ফিরে আসার দিনটা বেশ একটা পরীক্ষারই ছিল। তাতে অবশ্য বেশ ভালোভাবেই উৎরে গিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিজের কাজটা করেছিলেন দারুণভাবে। ৩ ছক্কা আর ১ চারে করেছিলেন ২৭ রান।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ওই ক্যামিওর সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে বাংলাদেশ। আর তাতে ৭ রানে জিতেছিল বাংলাদেশ দল। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখা নিয়ে শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’
প্রায় ১ বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ ইনিংস খেলেছেন শামীম। এমন কামব্যাক নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখালেন না তিনি, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’
শামিমের মুখে শেষ সময়ে শোনা গেল সিরিজ জয়ের কথা, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’