ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ওয়েস্টহ্যামকে হারিয়ে ব্যবধান বাড়ালো আর্সেনাল

  • আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে জয় পেয়েছে আর্সেনাল। প্রথমে পিছিয়ে পড়েও তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একটু সংহত করলো গার্নার্সরা। ১৫ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে তারা আছে শীর্ষে। ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ম্যাচের ২৭ মিনিটে ওয়েস্টহ্যামের জারোড বোয়েনকে আর্সেনালের উইলিয়াম সালিবা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে সাঈদ বেনরাহমা গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডেভিড ময়েসের শিষ্যরা। তবে বিরতির পরের অংশটুকু দারুণভাবে রাঙায় আর্সেনাল। ৫৩ মিনিটে বুকায়ো সাকার গোলে সমতা ফেরে। এ সময় বক্সের বাইরে থেকে মার্টিন ওদেগার্ডের নেওয়া জোরালো শট বক্সের মধ্যে পেয়ে যান সাকা। তখন তার সামনে ছিলেন কেবল ওয়েস্টহ্যামের গোলরক্ষক লুকাস ফাবিয়ানস্কি। তাকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
৫৮ মিনিটে এগিয়ে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা। এ সময় বামদিকে গ্যাব্রিয়েল মার্তিনেলিকে বল বাড়িয়ে দেন গ্রানিত শাকা। বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা সামনে এগিয়ে আড়াআড়ি শট নেন। বল কাছের পোস্টের একেবারে কাছ দিয়ে ফাবিয়ানস্কির পা ছুঁইয়ে জালে প্রবেশ করে। ৬৯ মিনিটে এডি এনকেটিয়ার গোলে ব্যবধান ৩-১ হয়। এ সময় ওদেগার্ড বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ভেতরে বাড়িয়ে দেন ইংলিশ স্ট্রাইকার এনকেটিয়াকে। তিনি বল পেয়ে পেছনে ঘুরে গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে দূরের পোস্টে শট নিয়ে জালে পাঠান। বাকি সময়ে অবশ্য সুযোগ তৈরি হলেও আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গার্নার্সরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ওয়েস্টহ্যামকে হারিয়ে ব্যবধান বাড়ালো আর্সেনাল

আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে জয় পেয়েছে আর্সেনাল। প্রথমে পিছিয়ে পড়েও তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যামকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একটু সংহত করলো গার্নার্সরা। ১৫ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে তারা আছে শীর্ষে। ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ম্যাচের ২৭ মিনিটে ওয়েস্টহ্যামের জারোড বোয়েনকে আর্সেনালের উইলিয়াম সালিবা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে সাঈদ বেনরাহমা গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডেভিড ময়েসের শিষ্যরা। তবে বিরতির পরের অংশটুকু দারুণভাবে রাঙায় আর্সেনাল। ৫৩ মিনিটে বুকায়ো সাকার গোলে সমতা ফেরে। এ সময় বক্সের বাইরে থেকে মার্টিন ওদেগার্ডের নেওয়া জোরালো শট বক্সের মধ্যে পেয়ে যান সাকা। তখন তার সামনে ছিলেন কেবল ওয়েস্টহ্যামের গোলরক্ষক লুকাস ফাবিয়ানস্কি। তাকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
৫৮ মিনিটে এগিয়ে যায় মাইকেল আর্তেতার শিষ্যরা। এ সময় বামদিকে গ্যাব্রিয়েল মার্তিনেলিকে বল বাড়িয়ে দেন গ্রানিত শাকা। বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা সামনে এগিয়ে আড়াআড়ি শট নেন। বল কাছের পোস্টের একেবারে কাছ দিয়ে ফাবিয়ানস্কির পা ছুঁইয়ে জালে প্রবেশ করে। ৬৯ মিনিটে এডি এনকেটিয়ার গোলে ব্যবধান ৩-১ হয়। এ সময় ওদেগার্ড বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ভেতরে বাড়িয়ে দেন ইংলিশ স্ট্রাইকার এনকেটিয়াকে। তিনি বল পেয়ে পেছনে ঘুরে গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে দূরের পোস্টে শট নিয়ে জালে পাঠান। বাকি সময়ে অবশ্য সুযোগ তৈরি হলেও আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গার্নার্সরা।