ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : রোবট বিশ্বকাপ বা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়েই ব্রোঞ্জপদক বাংলাদেশ জিতলো।
বিশ্বের সম্মানজনক এই রোবোটিকস প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে বাংলাদেশের টিম ‘লেজি-গো’ অর্জন করে এই সম্মাননা। সেখানে মোট অংশগ্রহণকারী দল ছিল ২৪টি। এছাড়া ‘রোবনিয়াম বাংলাদেশ’ নামে একটি দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। টিম লেজি-গো দলে অংশগ্রহণকারীরা হলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন।
অপরদিকে রোবনিয়াম বাংলাদেশ দলে ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন ও মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস ও মাহেরুল আজম কোরেশী। জানা যায়, এই অলিম্পিয়াডে বিশ্বের ৭৩টি দেশ থেকে ৩৭৫টি দলের প্রায় এক হাজার তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাটি মোট আটটি বিভাগে বিভক্ত ছিল। এরমধ্যে দুটি বিভাগে বাংলাদেশের দুটি দল অংশ নেয়।
প্রসঙ্গত, বিশ্ব রোবট অলিম্পিয়াড-২০২২ বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় অক্টোবরে ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপর জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সাফল্য এবং পারদর্শিতার ওপর ভিত্তি করে বিশ্ব রোবট অলিম্পিয়াড-২০২২-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : রোবট বিশ্বকাপ বা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়েই ব্রোঞ্জপদক বাংলাদেশ জিতলো।
বিশ্বের সম্মানজনক এই রোবোটিকস প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে বাংলাদেশের টিম ‘লেজি-গো’ অর্জন করে এই সম্মাননা। সেখানে মোট অংশগ্রহণকারী দল ছিল ২৪টি। এছাড়া ‘রোবনিয়াম বাংলাদেশ’ নামে একটি দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। টিম লেজি-গো দলে অংশগ্রহণকারীরা হলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন।
অপরদিকে রোবনিয়াম বাংলাদেশ দলে ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন ও মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস ও মাহেরুল আজম কোরেশী। জানা যায়, এই অলিম্পিয়াডে বিশ্বের ৭৩টি দেশ থেকে ৩৭৫টি দলের প্রায় এক হাজার তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাটি মোট আটটি বিভাগে বিভক্ত ছিল। এরমধ্যে দুটি বিভাগে বাংলাদেশের দুটি দল অংশ নেয়।
প্রসঙ্গত, বিশ্ব রোবট অলিম্পিয়াড-২০২২ বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় অক্টোবরে ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপর জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সাফল্য এবং পারদর্শিতার ওপর ভিত্তি করে বিশ্ব রোবট অলিম্পিয়াড-২০২২-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়।