অর্থ-বাণিজ্য ডেস্ক : ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইনান্সিয়াল হাবে পরিণত হয়েছে৷ বাংলাদেশের এই অন্যতম ফাইনান্সিয়াল হাবে ওয়ান ব্যাংকের কার্যক্রম শুরু এক প্রশংসনীয় উদ্যোগ৷ গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) ওয়ান ব্যাংক লিমিটেড ডিএসই টাওয়ারে উপ-শাখার উদ্বোধন করে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ একথা বলেন৷ এছাড়াও তিনি ডিএসইর পক্ষ থেকে ব্যাংকটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷ এ সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুনজুরুল আলম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷