ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত ও নিউজিল্যান্ড

  • আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি শেষে আজ শুক্রবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচটি অকল্যান্ডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়। এখন পর্যন্ত সুপার লিগে ১৮ ম্যাচ খেলে ১৩টি জয় ও ৫টি হেরে ১২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অন্য দিকে ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নিউজিল্যান্ড। ২০২৩ সালের বিশ^কাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। স্বাগতিক হবার সুবাদে সরাসরি বিশ^কাপে খেলবে ভারত। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলের গুরুত্ব নেই ভারতের কাছে। যে কারণেই মূলত এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে সিনিয়রদের। ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারির পর পথমবারের মতো ওয়ানডেতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওয়ানডে সিরিজ শুরু করছে ভারত ও নিউজিল্যান্ড

আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি শেষে আজ শুক্রবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে সফরকারী ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের প্রথম ম্যাচটি অকল্যান্ডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায়। এখন পর্যন্ত সুপার লিগে ১৮ ম্যাচ খেলে ১৩টি জয় ও ৫টি হেরে ১২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অন্য দিকে ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নিউজিল্যান্ড। ২০২৩ সালের বিশ^কাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। স্বাগতিক হবার সুবাদে সরাসরি বিশ^কাপে খেলবে ভারত। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলের গুরুত্ব নেই ভারতের কাছে। যে কারণেই মূলত এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে সিনিয়রদের। ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন শিখর ধাওয়ান। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারির পর পথমবারের মতো ওয়ানডেতে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।