ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার, নেতৃত্বে লিভিংস্টোন

  • আপডেট সময় : ০৬:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জস বাটলারের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে আরও। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর থেকে আর খেলতে পারেননি বাটলার। পায়ের পেশির চোটে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাইরে থাকতে হয় তাকে। সীমিত ওভারের ওই দুটি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন যথাক্রমে ফিল সল্ট ও হ্যারি ব্রুক। এই মাসের শুরুতে বাটলারকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি জন্য ১৪ জনের দল দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবি সোমবার বিবৃতিতে জানিয়েছে, বাটলারের পুনর্বাসনে ‘সামান্য ধাক্কা’ লেগেছে। তাই ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না তাকে। ৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বারবাডোজে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাটলারের বদলি এখনও ঘোষণা করা হয়নি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর পর আরও দুই ক্রিকেটার ক্যারিবিয়ান সফরের দলে যোগ দেবেন বলে আগেই জানিয়েছে ইসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ব্যাটসম্যান জর্ডান কক্স ও লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্টিগায় আগামী ৩১ অক্টোবর শুরু ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের হয়ে নেতৃত্বের অভিষেক হবে লিভিংস্টোনের। একই মাঠে পরের ওয়ানডে ২ নভেম্বর। পরে বারবাডোজে ৬ তারিখ হবে শেষ ম্যাচ। ওই মাঠে প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। সেন্ট লুসিয়ায় শেষ তিন টি-টোয়েন্টি হবে ১৪, ১৬ ও ১৭ তারিখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার, নেতৃত্বে লিভিংস্টোন

আপডেট সময় : ০৬:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ক্রীড়া ডেস্ক: জস বাটলারের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে আরও। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হারের পর থেকে আর খেলতে পারেননি বাটলার। পায়ের পেশির চোটে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাইরে থাকতে হয় তাকে। সীমিত ওভারের ওই দুটি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন যথাক্রমে ফিল সল্ট ও হ্যারি ব্রুক। এই মাসের শুরুতে বাটলারকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি জন্য ১৪ জনের দল দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবি সোমবার বিবৃতিতে জানিয়েছে, বাটলারের পুনর্বাসনে ‘সামান্য ধাক্কা’ লেগেছে। তাই ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না তাকে। ৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বারবাডোজে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাটলারের বদলি এখনও ঘোষণা করা হয়নি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর পর আরও দুই ক্রিকেটার ক্যারিবিয়ান সফরের দলে যোগ দেবেন বলে আগেই জানিয়েছে ইসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ব্যাটসম্যান জর্ডান কক্স ও লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্টিগায় আগামী ৩১ অক্টোবর শুরু ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের হয়ে নেতৃত্বের অভিষেক হবে লিভিংস্টোনের। একই মাঠে পরের ওয়ানডে ২ নভেম্বর। পরে বারবাডোজে ৬ তারিখ হবে শেষ ম্যাচ। ওই মাঠে প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। সেন্ট লুসিয়ায় শেষ তিন টি-টোয়েন্টি হবে ১৪, ১৬ ও ১৭ তারিখ।