ক্রীড়া ডেস্ক: টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতেও ব্যর্থও হওয়ায় আলোচনা আরও তীব্র হয়। তবে পরের দুই ম্যাচেই ফিফটি আর সেঞ্চুরি করে নিজের জাত চেনান রোহিত।
সিরিজের শেষ দুই ম্যাচে পারফরম্যান্সের দারুণ পুরষ্কার পেলেন রোহিত। ইতিহাস গড়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন ভারতীয় ওপেনার। ক্রিকেটের ইতিহাসে যেকোনো সংস্করণে সবচেয়ে ‘বুড়ো’ ব্যাটার হিসেবে র্যাংকিং এক নম্বরে উঠে আসার কীর্তি গড়লেন রোহিত। ৩৮ বছর ও ১৮২ দিনে পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করা তিনি ছাড়িয়ে গেছেন ভারতেরই আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে। ২০১১ সালে টেস্টে ৩৮ বছর ৭৩ দিনে শীর্ষ স্থানে ছিলেন ভারতীয় কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিজ্ঞ ডানহাতি ব্যাটার রোহিত শর্মা ৭৩ রান করেন। অসিদের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর শেষ ম্যাচে তিনি ১৩টি চার ও ৩টি বিশাল ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে ৩৩তম সেঞ্চুরি করেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের ছাপ পড়ে র্যাংকিংয়েও। আফগানিস্তানের মারকুটে ব্যাটার ইব্রাহিম যাদরান ও জাতীয় দলের সতীর্থ শুভমান গিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন রোহিত।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাংকিংয়ে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান হ্যারি ব্রুক ২৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন। এই সংস্করণে বোলারদের শীর্ষ ১০-এ নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার সিমার জশ হ্যাজলউড দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট জয়ে বল হাতে অবদান রাখা কেশব মহারাজ র্যাংকিংয়ে উন্নতি করেছেন। টেস্টে বোলারদের র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন বাঁ হাতি স্পিনার।
ওআ/আপ্র/২৯/১০/২০২৫

























