তুহীন বিশ্বাস : ছাড়ছে না পিছু মহামারি কি যে করি ভাই
করোনার বহুরূপে হিমসিম বিশ্বের সবাই।
নতুন রূপে ওমিক্রন, ভয় যেন করছে তাই
সুস্থ হয়ে বাঁচতে হলে সতর্কের বিকল্প নাই।
দুই বছরে ক্ষতি দেখে আৎকে উঠি রোজ
কেমন করে সামাল দিব তার নাই খোঁজ।
গরীব আজ কষ্ট পায় ক্ষুধার জ্বালায় মরে
ধনী আরও হচ্ছে ধনী উল্টো কামাই করে।
স্বাস্থ্যসেবা অতীত ভুলে ক্ষতির সীমা নাই
সাবধানে পথ চললে তবে রক্ষা হবে ভাই।
আমরা মানুষ সেরা জীব এই কথাটি জানি
সাবধান থাকি সুস্থ হই, নিয়মটা যেন মানি।