ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ওমানের ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা

  • আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যশা ডেস্ক: বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে ওমান। ২০৪০ সালের ভিশনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

সম্প্রতি সালালাতে ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ ফোরামে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা, চাকরির বাজার সম্প্রসারণ করাসহ দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি হবে।

এই স্ক্রিমের অধীনে বিনিয়োগকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী, সন্তান এবং নিকটাত্মীয়দের জন্য নবায়নযোগ্য এক দশক মেয়াদি ভিসা পাবেন। এক্ষেত্রে সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

গোল্ডেন ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা প্রদান করছে ওমান। যার মধ্যে রয়েছে টায়ার ওয়ান ভিসা। যার মেয়াদ ১০ বছর। এই ভিসা পেতে ন্যূনতম ৫ লাখ ওমানি রিয়াল কোনো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি অথবা সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। অথবা আবেদনকারীরা সুলতানাতে ৫ লাখ রিয়াল মূল্যের সম্পত্তি কিনতে পারবেন। এ ছাড়া এমন একটি কোম্পানি গঠন করতে পারবেন যেখানে অন্তত ৫০ জন ওমানি নাগরিক চাকরির সুযোগ পাবেন। তবে কোম্পানির মূলধনের অঙ্কে কোনো ধরাবাঁধা নিয়ম রাখা হয়নি। এই ভিসার জন্য আবেদন খরচ নির্ধারণ করা হয়েছে ৫৫১ ওমানি রিয়াল এবং এটি নবায়নযোগ্য।

সূত্র: গালফ নিউজ

ওআ/আপ্র/০৭/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য প্রস্তুত রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

ওমানের ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন যারা

আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যশা ডেস্ক: বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে ওমান। ২০৪০ সালের ভিশনকে সামনে রেখে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

সম্প্রতি সালালাতে ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ ফোরামে গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গোল্ডেন ভিসার মাধ্যমে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা, চাকরির বাজার সম্প্রসারণ করাসহ দক্ষতা বিনিময়ের পরিবেশ তৈরি হবে।

এই স্ক্রিমের অধীনে বিনিয়োগকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে স্ত্রী, সন্তান এবং নিকটাত্মীয়দের জন্য নবায়নযোগ্য এক দশক মেয়াদি ভিসা পাবেন। এক্ষেত্রে সংখ্যা এবং বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

গোল্ডেন ভিসাধারীদের জন্য দুই ধরনের সুবিধা প্রদান করছে ওমান। যার মধ্যে রয়েছে টায়ার ওয়ান ভিসা। যার মেয়াদ ১০ বছর। এই ভিসা পেতে ন্যূনতম ৫ লাখ ওমানি রিয়াল কোনো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি অথবা সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। অথবা আবেদনকারীরা সুলতানাতে ৫ লাখ রিয়াল মূল্যের সম্পত্তি কিনতে পারবেন। এ ছাড়া এমন একটি কোম্পানি গঠন করতে পারবেন যেখানে অন্তত ৫০ জন ওমানি নাগরিক চাকরির সুযোগ পাবেন। তবে কোম্পানির মূলধনের অঙ্কে কোনো ধরাবাঁধা নিয়ম রাখা হয়নি। এই ভিসার জন্য আবেদন খরচ নির্ধারণ করা হয়েছে ৫৫১ ওমানি রিয়াল এবং এটি নবায়নযোগ্য।

সূত্র: গালফ নিউজ

ওআ/আপ্র/০৭/০৯/২০২৫