ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ওবায়দুল কাদেরদের তিন ভাইয়ের দুর্নীতি অনুসন্ধানের আবেদন

  • আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার দুই ভাইয়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ওবায়দুল কাদের ছাড়াও আবেদনে তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জারও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলা দায়েরের আবেদন জানানো হয়। আইনজীবী সুলতান মাহমুদ তার আবেদনে বলেন, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আবেদনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামেও অভিযোগ করা হয়েছে। তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকার দলীয় সাবেক অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওবায়দুল কাদেরদের তিন ভাইয়ের দুর্নীতি অনুসন্ধানের আবেদন

আপডেট সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার দুই ভাইয়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ওবায়দুল কাদের ছাড়াও আবেদনে তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জারও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলা দায়েরের আবেদন জানানো হয়। আইনজীবী সুলতান মাহমুদ তার আবেদনে বলেন, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আবেদনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামেও অভিযোগ করা হয়েছে। তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকার দলীয় সাবেক অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান।