ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ওদের ৪টি সেঞ্চুরি, আমাদের একটিও নেই : তামিম

  • আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরে গেল বাংলাদেশ। গত রোববার ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে ঝরেছে হতাশা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালককে নিজেদের এই দুরবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘আসলে এই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে সেঞ্চুরিই। ওরা সেঞ্চুরি করেছে চার-চারটি আর আমরা একটিও নয়।’
নিজের দলের কারো ব্যাটে একটিও সেঞ্চুরি দেখতে না পাওয়ার দায়ও নিচ্ছেন অধিনায়ক। সিরিজের দ্বিতীয় ওয়ানডের উদাহরণ দিয়েই বললেন, ‘আমরা কিন্তু শুরু ভালোই করেছিলাম; কিন্তু কেউই ইনিংসটা বড় করে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারিনি।’ এই না পারার পেছনে কোনো কিছুতেই অজুহাত হিসেবে দাঁড় করালেন না তামিম। এমনকি হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডের উইকেটও বড় রান করার উপযোগী ছিল বলেই মনে করেন তিনি, ‘উইকেট শুরু থেকেই বেশ ভালো ছিল (রান করার জন্য)। ’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওদের ৪টি সেঞ্চুরি, আমাদের একটিও নেই : তামিম

আপডেট সময় : ১২:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ হারের পর স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজও হেরে গেল বাংলাদেশ। গত রোববার ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে ঝরেছে হতাশা। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালককে নিজেদের এই দুরবস্থার ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘আসলে এই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে সেঞ্চুরিই। ওরা সেঞ্চুরি করেছে চার-চারটি আর আমরা একটিও নয়।’
নিজের দলের কারো ব্যাটে একটিও সেঞ্চুরি দেখতে না পাওয়ার দায়ও নিচ্ছেন অধিনায়ক। সিরিজের দ্বিতীয় ওয়ানডের উদাহরণ দিয়েই বললেন, ‘আমরা কিন্তু শুরু ভালোই করেছিলাম; কিন্তু কেউই ইনিংসটা বড় করে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারিনি।’ এই না পারার পেছনে কোনো কিছুতেই অজুহাত হিসেবে দাঁড় করালেন না তামিম। এমনকি হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডের উইকেটও বড় রান করার উপযোগী ছিল বলেই মনে করেন তিনি, ‘উইকেট শুরু থেকেই বেশ ভালো ছিল (রান করার জন্য)। ’