বিনোদন ডেস্ক: গত রবিবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হল দ্বিতীয় ওটিটি প্লে অ্যাওয়ার্ডস। একমঞ্চে উপস্থিত ছিলেন বলিউড থেকে টলিউড, দক্ষিণী তারকারাও। সিনেমা ও ওয়েব সিরিজে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। দেখে নিন কারা জিতলেন এবারের পুরস্কার।
সেরা সিনেমা: ডার্লিংস
সেরা ওয়েব সিরিজ: আয়ালি
সেরা পরিচালক (সিনেমা): মহেশ নারায়ানান (আরিয়িপ্পু)
সেরা পরিচালক (ওয়েব সিরিজ): রাজ ও ডিকে (ফরজি) এবং পবন সাদিনেনি (দয়া)
সেরা অভিনেতা (পপুলার চয়েজ): কার্তিক আরিয়ান (ফ্রেডি)
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ): জিম সর্ব (রকেট বয়েজ ২)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ): সবিতা ধুলিপালা (দ্য নাইট ম্যানেজার এবং মেড ইন হেভেন)
সেরা অভিনেত্রী (ছবি): সানিয়া মালহোত্রা (কাঁঠাল) এবং ঐশ্বর্য লক্ষ্মী (আম্মু)
সেরা বাস্তবধর্মী ছবি: সিরফ এক বান্দা কাফি হ্যায়
সেরা বাস্তবধর্মী সিরিজ: স্কুপ
সেরা চিত্রনাট্য: মনিকা, ও মাই ডার্লিং
সেরা চিত্রনাট্য (সিরিজ): কোহরা
সেরা খল-নায়িকা (ওয়েব সিরিজ): দর্শনা রাজেন্দ্রন (পুরুষা প্রেথাম)
সেরা খল-নায়ক(ওয়েব সিরিজ): ঋষি (শয়তান)
সেরা কৌতুক অভিনেতা (সিরিজ): অনির্বাণ চক্রবর্তী (একেন বাবু ৫৬)
সেরা সহ অভিনেতা (সিনেমা): শারিব হাশমি (তারলা)
সেরা সহ অভিনেত্রী (সিনেমা): চিত্রাঙ্গদা সিং (গ্যাসলাইট)
সেরা সহ অভিনেতা (সিরিজ): ভুবন অরোরা (ফারজি), প্রসেনজিত চ্যাটার্জি (জুবিলী)
সেরা সহ অভিনেত্রী (সিরিজ): মোনা সিং (মেড ইন হ্যাভেন)
ওটিটি পারফরমার অফ দ্য ইয়ার (পুরুষ): রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস, মনিকা ও মাই ডার্লিং)
ওটিটি পারফরমার অফ দ্য ইয়ার (মহিলা): অদিতি রাও হায়দারি (তাজ: ডিভাইড অ্যান্ড রুল, জুবিলি)
ওটিটি-র সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতা: রাণা দাগ্গুবতি (রাণা নাইডু)
ওটিটি-র সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী: কারিশমা তান্না (স্কুপ)
ব্রেকিং দ্য মোল্ড অ্যাওয়ার্ড: অপারশক্তি খুরানা (জুবিলি)
সেরা ডেবিউ (অভিনেত্রী, সিরিজ): কাজল (দ্য ট্রায়াল)
সেরা ডেবিউ (অভিনেতা, ফিল্ম): বাবিল খান (কলা)
সেরা অভিনেতা (পপুলার চয়েজ, সিরিজ): অনিল কাপুর, (দ্য নাইট ম্যানেজার)
ওটিটি অ্যাওয়ার্ডের মঞ্চে স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা ম্যাথিউ পেরি-কে। টিভি সিরিজ ফ্রেন্ডস দিয়ে বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছিলেন ম্যাথিউ।
ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে সেরা ‘ডার্লিংস’ ও ‘আয়ালি’
জনপ্রিয় সংবাদ


























