ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ওটিটিতে মেহজাবীন, অপূর্ব, প্রীতমদের সিনেমা

  • আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘চালচিত্র’ নামের যে সিনেমা দিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছে, এবার সেই সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। চররকি এবং বিঞ্জে এসেছে দুটি ভিন্ন ধরনের ভালোবাসার গল্পের সিনেমা ‘ঘুমপরী’ এবং ‘নীল সুখ’। এছাড়াও গেল বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সাইকো থ্রিলারধর্মী সিনেমা ‘শ্যামাকাব্য’ দেখা যাচ্ছে বঙ্গতে।
সাইকো থ্রিলার সিনেমা ‘নীল সুখ’ বিঞ্জে

বিঞ্জে চলছে নির্মাতা ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান অভিনীত এই সিনেমাটি সাইকো থ্রিলার ঘরানার। সিনেমার গল্পে উঠে এসেছে পারিবার ও ভালোবাসার কথা। অর্পা ও মারুফ ফুফাতো ভাইবোন। ছোটবেলায় পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক করে রাখা হয়, দুজনের বেড়ে ওঠাও একই সাথে। হঠাৎ এক দুর্ঘটনা দূরত্ব বাড়িয়ে দেয় অর্পা ও মারুফের। দুই পরিবারের সম্পর্কেরও অবনতি ঘটে। মারুফ ও অর্পার এই প্রেমের শেষ পরিণতিই উঠে এসেছে গল্পে। সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মোমেনা চৌধুরী, রেশমা আহমেদ, মুকুল সিরাজ, অশোক বেপারী।
তিশা -প্রীতমের ‘ঘুমপরী’
তিনজন মানুষের ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ দেখা যাচ্ছে চরকিতে। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রীতম হাসান ও পারশা মাহজাবীন পূর্ণী। সিনেমার গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘ প্রাইভেট পড়ায় উষাকে। একসময় মেঘকে ভালোবাসে ফেলে উষা। কিন্তু মুখ ফুটে সেই কথা বলতে পারে না। অন্যদিকে মেঘ পছন্দ করে জ্যোতিকে। ফোনে তাদের কথা হলেও কখনো দেখা হয়নি। অনেক প্রতীক্ষার পর মেঘের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যায় জ্যোতি। তিনজনের ভালোবাসা এবং না পাওয়ার যন্ত্রণা উঠে এসেছে সিনেমায়। ‘ঘুমপরী’ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিলি বাশার, পারভেজ সুমনসহ কয়েকজন।
বঙ্গতে ‘শ্যামাকাব্য’

নির্মাতা বদরুল আনাম সৌদের সাইকো থ্রিলারধর্মী সিনেমা ‘শ্যামা কাব্য’ দেখা যাচ্ছে বঙ্গতে। এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ। সিনেমার গল্পে দেখা গেছে, মা বাবার বিচ্ছেদ আজাদের জীবনে বড় একটা প্রভাব ফেলে। বড় হয়ে যখন সম্পর্কে জড়ায় আজাদ, সেখানেও বিচ্ছেদ আসে। এতে তার মধ্যে হতাশার জন্ম নেয়। একসময় তার পরিচয় হয় শ্যামার সঙ্গে। শ্যামার সঙ্গে সম্পর্ক গড়ে উঠে তার। নানা কারণে শ্যামার উপর সন্দেহ তৈরি হয় আজাদের। শ্যামার প্ররোচণায় একসময় আত্মহত্যার সিদ্ধান্তও নেয় আজাদ। মূলত শ্যামার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কল্পনায় শ্যামার সঙ্গে সংসার করে আজাদ। এমনই গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।
অপূর্ব ‘চালচিত্র’ হইচইয়ে
ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘চালচিত্র’ সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসু। ‘চালচিত্র’ সিনেমার গল্পে দেখা গেছে কলকাতা শহরকে কেন্দ্র করে। কলকাতার পুলিশের ঘুম হারাম, কারণ শহরে একের পর এক নারী খুন হচ্ছেন। খুনির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। গেল বছরের ২০ ডিসেম্বর কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

ওটিটিতে মেহজাবীন, অপূর্ব, প্রীতমদের সিনেমা

আপডেট সময় : ০৬:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ‘চালচিত্র’ নামের যে সিনেমা দিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছে, এবার সেই সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। চররকি এবং বিঞ্জে এসেছে দুটি ভিন্ন ধরনের ভালোবাসার গল্পের সিনেমা ‘ঘুমপরী’ এবং ‘নীল সুখ’। এছাড়াও গেল বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সাইকো থ্রিলারধর্মী সিনেমা ‘শ্যামাকাব্য’ দেখা যাচ্ছে বঙ্গতে।
সাইকো থ্রিলার সিনেমা ‘নীল সুখ’ বিঞ্জে

বিঞ্জে চলছে নির্মাতা ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান অভিনীত এই সিনেমাটি সাইকো থ্রিলার ঘরানার। সিনেমার গল্পে উঠে এসেছে পারিবার ও ভালোবাসার কথা। অর্পা ও মারুফ ফুফাতো ভাইবোন। ছোটবেলায় পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক করে রাখা হয়, দুজনের বেড়ে ওঠাও একই সাথে। হঠাৎ এক দুর্ঘটনা দূরত্ব বাড়িয়ে দেয় অর্পা ও মারুফের। দুই পরিবারের সম্পর্কেরও অবনতি ঘটে। মারুফ ও অর্পার এই প্রেমের শেষ পরিণতিই উঠে এসেছে গল্পে। সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মোমেনা চৌধুরী, রেশমা আহমেদ, মুকুল সিরাজ, অশোক বেপারী।
তিশা -প্রীতমের ‘ঘুমপরী’
তিনজন মানুষের ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ দেখা যাচ্ছে চরকিতে। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রীতম হাসান ও পারশা মাহজাবীন পূর্ণী। সিনেমার গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘ প্রাইভেট পড়ায় উষাকে। একসময় মেঘকে ভালোবাসে ফেলে উষা। কিন্তু মুখ ফুটে সেই কথা বলতে পারে না। অন্যদিকে মেঘ পছন্দ করে জ্যোতিকে। ফোনে তাদের কথা হলেও কখনো দেখা হয়নি। অনেক প্রতীক্ষার পর মেঘের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যায় জ্যোতি। তিনজনের ভালোবাসা এবং না পাওয়ার যন্ত্রণা উঠে এসেছে সিনেমায়। ‘ঘুমপরী’ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিলি বাশার, পারভেজ সুমনসহ কয়েকজন।
বঙ্গতে ‘শ্যামাকাব্য’

নির্মাতা বদরুল আনাম সৌদের সাইকো থ্রিলারধর্মী সিনেমা ‘শ্যামা কাব্য’ দেখা যাচ্ছে বঙ্গতে। এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ। সিনেমার গল্পে দেখা গেছে, মা বাবার বিচ্ছেদ আজাদের জীবনে বড় একটা প্রভাব ফেলে। বড় হয়ে যখন সম্পর্কে জড়ায় আজাদ, সেখানেও বিচ্ছেদ আসে। এতে তার মধ্যে হতাশার জন্ম নেয়। একসময় তার পরিচয় হয় শ্যামার সঙ্গে। শ্যামার সঙ্গে সম্পর্ক গড়ে উঠে তার। নানা কারণে শ্যামার উপর সন্দেহ তৈরি হয় আজাদের। শ্যামার প্ররোচণায় একসময় আত্মহত্যার সিদ্ধান্তও নেয় আজাদ। মূলত শ্যামার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কল্পনায় শ্যামার সঙ্গে সংসার করে আজাদ। এমনই গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।
অপূর্ব ‘চালচিত্র’ হইচইয়ে
ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘চালচিত্র’ সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসু। ‘চালচিত্র’ সিনেমার গল্পে দেখা গেছে কলকাতা শহরকে কেন্দ্র করে। কলকাতার পুলিশের ঘুম হারাম, কারণ শহরে একের পর এক নারী খুন হচ্ছেন। খুনির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। গেল বছরের ২০ ডিসেম্বর কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।