ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ওটিটিতে ‘টুয়েলভথ ফেল’ ঝড়

  • আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে বিধু বিনোদ চোপড়ার নতুন সিনেমা ‘টুয়েলভথ ফেল’। এখন নেটিজেনদের মুখে মুখে মনোজ কুমার শর্মার আইপিএস অফিসার হওয়ার লড়াইয়ের কাহিনি। এরই সঙ্গে উঠে আসছে মনোজের সঙ্গে শ্রদ্ধার প্রেমের কথাও। গত বছর ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার এ সিনেমা। এরপর থেকে যেন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় বিক্রান্ত মেসির অভিনয়। সম্প্রতি ডিজনি হটস্টারের পক্ষ থেকে জানা গেছে, ২০২৩ সালে ‘মোস্ট ওয়াচড’ সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় সবার প্রথমে উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’। ‘টুয়েলভথ ফেল’সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় থেকেই সবার মাঝে আলোচনা শুরু হলেও, যেহেতু খুবই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এ সিনেমাটি দেখা যাচ্ছিল, ফলে বিশাল অংশের মানুষ তা দেখতে পাননি। আর তাই ওটিটিতে আসার পরেই যেন এর জনপ্রিয়তা একবারে কয়েক ধাপ বেড়ে গিয়েছে। বক্স অফিসে ৫২ দিনে সারা বিশ্বজুড়ে ৬৭ কোটি রুপি ব্যবসা করার পর ওটিটির দুনিয়াতেও এ সিনেমা সেরার শিরোপায় ভূষিত। ডিজনি হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওটিটিতে মুক্তি পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যে ২০২৩ সালের ‘মোস্ট ওয়াচড’ সিনেমার তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ তিনি আরও বলেন, দর্শক যেভাবে এ সিনেমা সঙ্গে আত্মীয়তা বোধ করেছে, তা খুবই আশাপ্রদ। বিধু বিনোদ চোপড়ার নিজস্ব গল্প বলার ধরন এক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলেই তিনি মনে করেন। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা অবলম্বনে লিখিত অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’নিয়ে গড়ে উঠেছে এ সিনেমা। ২০২৩ সালের ২৭ অক্টোবর ‘টুয়েলভথ ফেল’সিনেমাটি ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। এরপর ডিসেম্বর ওটিটিতে মাসে মুক্তি পায়। তারপর থেকেই ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছে বিক্রান্ত মেসি অভিনীত এ সিনেমা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওটিটিতে ‘টুয়েলভথ ফেল’ ঝড়

আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

বিনোদন প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে বিধু বিনোদ চোপড়ার নতুন সিনেমা ‘টুয়েলভথ ফেল’। এখন নেটিজেনদের মুখে মুখে মনোজ কুমার শর্মার আইপিএস অফিসার হওয়ার লড়াইয়ের কাহিনি। এরই সঙ্গে উঠে আসছে মনোজের সঙ্গে শ্রদ্ধার প্রেমের কথাও। গত বছর ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার এ সিনেমা। এরপর থেকে যেন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় বিক্রান্ত মেসির অভিনয়। সম্প্রতি ডিজনি হটস্টারের পক্ষ থেকে জানা গেছে, ২০২৩ সালে ‘মোস্ট ওয়াচড’ সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় সবার প্রথমে উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’। ‘টুয়েলভথ ফেল’সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় থেকেই সবার মাঝে আলোচনা শুরু হলেও, যেহেতু খুবই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এ সিনেমাটি দেখা যাচ্ছিল, ফলে বিশাল অংশের মানুষ তা দেখতে পাননি। আর তাই ওটিটিতে আসার পরেই যেন এর জনপ্রিয়তা একবারে কয়েক ধাপ বেড়ে গিয়েছে। বক্স অফিসে ৫২ দিনে সারা বিশ্বজুড়ে ৬৭ কোটি রুপি ব্যবসা করার পর ওটিটির দুনিয়াতেও এ সিনেমা সেরার শিরোপায় ভূষিত। ডিজনি হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওটিটিতে মুক্তি পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যে ২০২৩ সালের ‘মোস্ট ওয়াচড’ সিনেমার তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ তিনি আরও বলেন, দর্শক যেভাবে এ সিনেমা সঙ্গে আত্মীয়তা বোধ করেছে, তা খুবই আশাপ্রদ। বিধু বিনোদ চোপড়ার নিজস্ব গল্প বলার ধরন এক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলেই তিনি মনে করেন। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা অবলম্বনে লিখিত অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’নিয়ে গড়ে উঠেছে এ সিনেমা। ২০২৩ সালের ২৭ অক্টোবর ‘টুয়েলভথ ফেল’সিনেমাটি ভারতজুড়ে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। এরপর ডিসেম্বর ওটিটিতে মাসে মুক্তি পায়। তারপর থেকেই ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছে বিক্রান্ত মেসি অভিনীত এ সিনেমা।