বিনোদন প্রতিবেদক : সিনেমা হলের পাশাপাশি বর্তমানে বিভিন্ন এটিটি প্লাটফর্মেও নতুন নতুন সিনেমা মুক্তি পাচ্ছে হরহামেশাই। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ জুন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। সাজ্জাদ খান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে। নানা ঝুট ঝামেলা শেষে প্রায় দুই বছর পর সিনেমাটি দর্শকের কাছে পৌঁছাচ্ছে। আমরা আনন্দিত যে শেষ পর্যন্ত সিনেমাটি দর্শকদের দেখাতে পারছি।’ এর আগে ‘সাহস’ সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হলে একটি সংশোধন দেওয়া হয়। পরে সংশোধন সাপেক্ষে গত বছরের ৬ সেপ্টেম্বর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়। ২০২০ সালের নভেম্বরে বাগেরহাটে ‘সাহস-এর শুটিং শুরু হয়। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও লাক্স তারকা অর্ষা। আরও আছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ এতে অভিনয় করেছেন।