ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ওটিটিতে অ্যানিমাল মুক্তির পথ খুলেছে

  • আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে বলিউডের ‘অ্যানিমাল’ সিনেমা মুক্তির পথ প্রশস্ত হয়েছে। সিনেমাটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’র সঙ্গে মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’ সমস্যা মিটিয়ে নেওয়ায়, আগামী ২৬ জানুয়ারি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’ ওটিটিতে এ সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিল। মামলায় ‘টি-সিরিজের’ বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। ওই মামলার প্রথম শুনানি হয় সোমবার। শুনানিতে দুই পক্ষের দুই আইনজীবী সন্দীপ শেঠি ও অমিত সিব্বাল আদালতে দাঁড়িয়ে বলেছেন, তারা (টি-সিরিজ, ওয়ান স্টুডিওস লিমিটেড) চুক্তি নিয়ে একটি মীমাংসায় পৌঁছেতে পেরেছেন। ‘টি-সিরিজ’ এর আইনজীবী সিব্বাল ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, মিটমাটের বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছেন তারা। এছাড়া ‘টি-সিরিজ’ এক বিবৃতিতে বলেছে, আশা করা যায় আগামী ২৬ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখেই নেটফ্লিক্সের দর্শকরা ‘অ্যানিমাল’ দেখতে পাবেন। মামলা নিষ্পত্তির জন্য আগামী ২৪ জানুয়ারি ফের শুনানির দিন ঠিক করেছেন বিচারপতি সঞ্জীব নরুলা। ওয়ান স্টুডিওর ভাষ্য, চুক্তিতে ছিল ‘অ্যানিমাল’ থেকে রোজগার হওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে। গত ১ ডিসেম্বর মুক্তির পর ‘অ্যানিমাল’ বক্স অফিসে দাপিয়ে চললেও ‘টি-সিরিজ’ চুক্তি অনুযায়ী লাভের ভাগ দেয়নি বলে ওয়ান স্টুডিও লিমিটেডের অভিযোগ। কোন খাতে কত খরচ হয়েছে সে বিষয়েও কোনো তথ্য জানায়নি ‘টি-সিরিজ’। সে কারণে দিল্লি হাই কোর্টে তারা মামলা দায়ের করে। ওই অভিযোগ অস্বীকার করে ‘টি সিরিজ’ কর্তৃপক্ষ বলেছিল, তারা চুক্তির নিয়ম মানতে অঙ্গীকারাবদ্ধ। ওই চুক্তিতে বলা হয়, ‘অ্যানিমাল’ মুক্তির ৬০ দিনের মধ্যে সহ প্রযোজনা প্রতিষ্ঠানকে যাবতীয় তথ্য জানানো হবে। মুক্তির পর দেড় মাস পেরিয়ে গেলেও এই কাজের জন্য ‘টি-সিরিজের’ হাতে ‘যথেষ্ট সময় আছে’। ‘অ্যানিমাল’ এর দৈর্ঘ্য ৩ ঘন্টা ২১ মিনিট হলেও, ওটিটির জন্য আরও ৮ মিনিট বাড়িয়ে সিনেমাটি দাঁড়িয়েছে ৩ মিনিট ২৯ সেকেন্ডে। নায়িকা রাশমিকা মানদানার সঙ্গে নায়ক রাণবীর কাপুরের সেন্সরে বাদ পড়া দৃশ্য ওটিটির সংস্করণে যোগ করেছেন পরিচালক।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ওটিটিতে অ্যানিমাল মুক্তির পথ খুলেছে

আপডেট সময় : ১২:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে বলিউডের ‘অ্যানিমাল’ সিনেমা মুক্তির পথ প্রশস্ত হয়েছে। সিনেমাটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’র সঙ্গে মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’ সমস্যা মিটিয়ে নেওয়ায়, আগামী ২৬ জানুয়ারি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘ওয়ান স্টুডিওস লিমিটেড’ ওটিটিতে এ সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিল। মামলায় ‘টি-সিরিজের’ বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। ওই মামলার প্রথম শুনানি হয় সোমবার। শুনানিতে দুই পক্ষের দুই আইনজীবী সন্দীপ শেঠি ও অমিত সিব্বাল আদালতে দাঁড়িয়ে বলেছেন, তারা (টি-সিরিজ, ওয়ান স্টুডিওস লিমিটেড) চুক্তি নিয়ে একটি মীমাংসায় পৌঁছেতে পেরেছেন। ‘টি-সিরিজ’ এর আইনজীবী সিব্বাল ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, মিটমাটের বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছেন তারা। এছাড়া ‘টি-সিরিজ’ এক বিবৃতিতে বলেছে, আশা করা যায় আগামী ২৬ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখেই নেটফ্লিক্সের দর্শকরা ‘অ্যানিমাল’ দেখতে পাবেন। মামলা নিষ্পত্তির জন্য আগামী ২৪ জানুয়ারি ফের শুনানির দিন ঠিক করেছেন বিচারপতি সঞ্জীব নরুলা। ওয়ান স্টুডিওর ভাষ্য, চুক্তিতে ছিল ‘অ্যানিমাল’ থেকে রোজগার হওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে। গত ১ ডিসেম্বর মুক্তির পর ‘অ্যানিমাল’ বক্স অফিসে দাপিয়ে চললেও ‘টি-সিরিজ’ চুক্তি অনুযায়ী লাভের ভাগ দেয়নি বলে ওয়ান স্টুডিও লিমিটেডের অভিযোগ। কোন খাতে কত খরচ হয়েছে সে বিষয়েও কোনো তথ্য জানায়নি ‘টি-সিরিজ’। সে কারণে দিল্লি হাই কোর্টে তারা মামলা দায়ের করে। ওই অভিযোগ অস্বীকার করে ‘টি সিরিজ’ কর্তৃপক্ষ বলেছিল, তারা চুক্তির নিয়ম মানতে অঙ্গীকারাবদ্ধ। ওই চুক্তিতে বলা হয়, ‘অ্যানিমাল’ মুক্তির ৬০ দিনের মধ্যে সহ প্রযোজনা প্রতিষ্ঠানকে যাবতীয় তথ্য জানানো হবে। মুক্তির পর দেড় মাস পেরিয়ে গেলেও এই কাজের জন্য ‘টি-সিরিজের’ হাতে ‘যথেষ্ট সময় আছে’। ‘অ্যানিমাল’ এর দৈর্ঘ্য ৩ ঘন্টা ২১ মিনিট হলেও, ওটিটির জন্য আরও ৮ মিনিট বাড়িয়ে সিনেমাটি দাঁড়িয়েছে ৩ মিনিট ২৯ সেকেন্ডে। নায়িকা রাশমিকা মানদানার সঙ্গে নায়ক রাণবীর কাপুরের সেন্সরে বাদ পড়া দৃশ্য ওটিটির সংস্করণে যোগ করেছেন পরিচালক।