নিজস্ব প্রতিবেদক : মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে এক বার্তায় গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।
মোমেন বলেন, ভাইস প্রেসিডেন্ট পদের পাশাপাশি ওআইসি ইসলামী মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে এশিয়া থেকে ওই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান। ১৬ ও ১৭ মার্চ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম সম্মেলন হয়।ওই সম্মেলনের প্রথম দিন জোটের বিভিন্ন পদে নতুন দেশগুলোকে নির্বাচন করা হয়।
ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ