ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

ঐতিহাসিক জয়ের স্মৃতি নিয়ে আজ দেশে ফিরছেন মুমিনুলরা

  • আপডেট সময় : ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ ড্র করে আজ (শনিবার) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি বিকালে ঢাকায় পৌঁছানোর কথা।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। গত ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পায় বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলে এটাই প্রথম জয়। দুই ম্যাচ টেস্ট সিরিজের পরেরটিতে হারে বাংলাদেশ। সে হিসেবে সিরিজ ড্র হয়েছে।
দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড থেকে দেশের পথ ধরেছেন মুমিনুলরা।
তবে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঐতিহাসিক জয়ের স্মৃতি নিয়ে আজ দেশে ফিরছেন মুমিনুলরা

আপডেট সময় : ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ ড্র করে আজ (শনিবার) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি বিকালে ঢাকায় পৌঁছানোর কথা।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। গত ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পায় বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলে এটাই প্রথম জয়। দুই ম্যাচ টেস্ট সিরিজের পরেরটিতে হারে বাংলাদেশ। সে হিসেবে সিরিজ ড্র হয়েছে।
দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড থেকে দেশের পথ ধরেছেন মুমিনুলরা।
তবে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।