ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
গণসংযোগ শেষে রাশেদ খান

ঐক্য নষ্ট হলে ভারতীয় আধিপত্যবাদের পুনরাগমন ঘটবে

  • আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে নির্বাচনী গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান -ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ পুনরায় ফেরার শঙ্কা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ যে সকল দল অংশ নিয়েছিল, তাদের ঐক্যের বিকল্প নেই। বিগত ১৬ বছর ধরে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলন করেছে, তাদের সেই কঠিন দিনগুলো ভুলে যাওয়া যাবে না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সরকারের ইঙ্গিত দিয়ে রাশেদ খান বলেন, দেশ এখন নির্বাচনী ট্রেনে চলতে শুরু করেছে। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়েছে। আগামী নির্বাচনে যে দলই বিজয়ী হোক, আমরা জাতীয় সরকার গঠনের জন্য কাজ করছি। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন।

ঝিনাইদহ-২ আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই আসনে যিনি নির্বাচনে অংশ নিন না কেন, তার জন্য আমার শুভকামনা। প্রত্যেকটি দল তাদের রাজনীতি নিজস্বভাবে চালাক। কেউ যেন অন্য দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি না করে। এতে সংঘাত তৈরি হতে পারে, যা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য নষ্ট করে আওয়ামী লীগের ফেরার পথ সহজ করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের সহযোদ্ধাদের জন্য বিএনপি তাদের নীতি অনুসরণ করেছে। বিভিন্ন আসনে বিএনপি তাদের প্রার্থী দেয়নি। ঝিনাইদহ-২ আসন তারই একটি। তবে বিএনপি এখনো আমাকে চূড়ান্ত সমর্থন দেয়নি। এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

এর আগে বিকাল ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে গণসংযোগ করেন রাশেদ খান। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
সানা/আপ্র/০৭/১১/২০২৫

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণসংযোগ শেষে রাশেদ খান

ঐক্য নষ্ট হলে ভারতীয় আধিপত্যবাদের পুনরাগমন ঘটবে

আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ পুনরায় ফেরার শঙ্কা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ যে সকল দল অংশ নিয়েছিল, তাদের ঐক্যের বিকল্প নেই। বিগত ১৬ বছর ধরে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলন করেছে, তাদের সেই কঠিন দিনগুলো ভুলে যাওয়া যাবে না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সরকারের ইঙ্গিত দিয়ে রাশেদ খান বলেন, দেশ এখন নির্বাচনী ট্রেনে চলতে শুরু করেছে। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা দীর্ঘদিন জেল-জুলুম সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়েছে। আগামী নির্বাচনে যে দলই বিজয়ী হোক, আমরা জাতীয় সরকার গঠনের জন্য কাজ করছি। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন।

ঝিনাইদহ-২ আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই আসনে যিনি নির্বাচনে অংশ নিন না কেন, তার জন্য আমার শুভকামনা। প্রত্যেকটি দল তাদের রাজনীতি নিজস্বভাবে চালাক। কেউ যেন অন্য দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি না করে। এতে সংঘাত তৈরি হতে পারে, যা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য নষ্ট করে আওয়ামী লীগের ফেরার পথ সহজ করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের সহযোদ্ধাদের জন্য বিএনপি তাদের নীতি অনুসরণ করেছে। বিভিন্ন আসনে বিএনপি তাদের প্রার্থী দেয়নি। ঝিনাইদহ-২ আসন তারই একটি। তবে বিএনপি এখনো আমাকে চূড়ান্ত সমর্থন দেয়নি। এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

এর আগে বিকাল ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে গণসংযোগ করেন রাশেদ খান। গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
সানা/আপ্র/০৭/১১/২০২৫