ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

এ মাসেই ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) প্রাণঘাতী সংঘাতের পর চীনের কোনও সিনিয়র নেতা হিসেবে প্রথম ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত সফরের আগে নেপাল সফরে যেতে পারেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্চের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত ও চীন সামরিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকলেও খুব বেশি সফলতা আসেনি।
২০২০ সালের ৫ মে প্যানগন লেক এলাকায় সহিংস সংঘাতের পর পূর্ব লাদাখে দুই দেশের সীমান্তে অচলাবস্থা তৈরি হয়। ওই বছরের ১৫ জুন গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় রুপ নেয় সেই উত্তেজনা। এতে ভারতের ২০ জন এবং চীনের ৪ সেনা নিহত হয়। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই সংঘাতে চার নয় চীনের ৪২ সেনা নিহত হ
এই মাসের শুরুর দিকে ওয়াং ই বলেন, গত কয়েক বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কিছুটা নেতিবাচক’ পরিস্থিতির মুখে পড়েছে। ‘স্বচ্ছ ও সাম্যভিত্তিক’ সমঝোতায় পৌঁছাতে উভয় দেশের আন্তরিক আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ অবসানের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শক্তি চীন ও ভারতের মধ্য উত্তেজনা বাড়াতে চায়।
সীমান্ত ইস্যু এবং দুই প্রতিবেশির মধ্যকার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুটা নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ে, যা দুই দেশ এবং দুই দেশের জনগণের কারও মৌলিক স্বার্থ রক্ষা করেনি।’
এই বছরের শুরুতে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক এই মুহূর্তে ‘খুবই কঠিন পর্যায়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য তিনি বেইজিংয়ের সীমান্ত চুক্তি লঙ্ঘনকে দায়ী করেন। তিনি আরও বলেন, সীমান্তের পরিস্থিতিই দুই দেশের সম্পর্কের পরিস্থিতি নির্ধারণ করে দেবে। ওয়াং ই চীনের স্টেট কাউন্সিলরও। তিনি বলেন, চীন ও ভারতের ‘প্রতিপক্ষ হওয়ার চেয়ে বরং অংশীদার হওয়া’ উচিত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ মাসেই ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) প্রাণঘাতী সংঘাতের পর চীনের কোনও সিনিয়র নেতা হিসেবে প্রথম ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত সফরের আগে নেপাল সফরে যেতে পারেন তিনি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্চের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত ও চীন সামরিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকলেও খুব বেশি সফলতা আসেনি।
২০২০ সালের ৫ মে প্যানগন লেক এলাকায় সহিংস সংঘাতের পর পূর্ব লাদাখে দুই দেশের সীমান্তে অচলাবস্থা তৈরি হয়। ওই বছরের ১৫ জুন গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় রুপ নেয় সেই উত্তেজনা। এতে ভারতের ২০ জন এবং চীনের ৪ সেনা নিহত হয়। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই সংঘাতে চার নয় চীনের ৪২ সেনা নিহত হ
এই মাসের শুরুর দিকে ওয়াং ই বলেন, গত কয়েক বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কিছুটা নেতিবাচক’ পরিস্থিতির মুখে পড়েছে। ‘স্বচ্ছ ও সাম্যভিত্তিক’ সমঝোতায় পৌঁছাতে উভয় দেশের আন্তরিক আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ অবসানের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শক্তি চীন ও ভারতের মধ্য উত্তেজনা বাড়াতে চায়।
সীমান্ত ইস্যু এবং দুই প্রতিবেশির মধ্যকার সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুটা নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ে, যা দুই দেশ এবং দুই দেশের জনগণের কারও মৌলিক স্বার্থ রক্ষা করেনি।’
এই বছরের শুরুতে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক এই মুহূর্তে ‘খুবই কঠিন পর্যায়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য তিনি বেইজিংয়ের সীমান্ত চুক্তি লঙ্ঘনকে দায়ী করেন। তিনি আরও বলেন, সীমান্তের পরিস্থিতিই দুই দেশের সম্পর্কের পরিস্থিতি নির্ধারণ করে দেবে। ওয়াং ই চীনের স্টেট কাউন্সিলরও। তিনি বলেন, চীন ও ভারতের ‘প্রতিপক্ষ হওয়ার চেয়ে বরং অংশীদার হওয়া’ উচিত।