ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

এ মাসেই ছয় মাসের শিশুদের জন্য ফাইজারের টিকা

  • আপডেট সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করছে ফাইজার ও বায়োএনটেক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, অনুমোদন চেয়ে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) আবেদন করেছে কোম্পানিটি।
ফাইজারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, চলতি ফেব্রুয়ারির শেষে যত দ্রুত সম্ভব পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনার টিকা আসবে। এর ফলে আসছে সপ্তাহগুলোয় দুই ডোজের এই টিকা শিশুদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা।
প্রতিবেদনে বলা হচ্ছে, দুই ডোজের তথ্য-উপাত্ত যাতে বিশ্লেষণ করে দেখতে পারে, এ জন্য এফডিএ কোম্পানিকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সম্পর্কে অবহিত ব্যক্তিদের উদ্ধৃত করে বলা হয়েছে, আলোচনার সঙ্গে সঙ্গে দুই ডোজের তথ্য-উপাত্ত পর্যালোচনা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মন্তব্য চেয়ে ফাইজার ও বায়োএনটেক এবং এফডিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি রয়টার্স। জানুয়ারিতে ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছিল, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওপর চালানো টিকার ট্রায়ালের ফলাফল এপ্রিলের মধ্যে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ মাসেই ছয় মাসের শিশুদের জন্য ফাইজারের টিকা

আপডেট সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করছে ফাইজার ও বায়োএনটেক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, অনুমোদন চেয়ে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ) আবেদন করেছে কোম্পানিটি।
ফাইজারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, চলতি ফেব্রুয়ারির শেষে যত দ্রুত সম্ভব পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনার টিকা আসবে। এর ফলে আসছে সপ্তাহগুলোয় দুই ডোজের এই টিকা শিশুদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা।
প্রতিবেদনে বলা হচ্ছে, দুই ডোজের তথ্য-উপাত্ত যাতে বিশ্লেষণ করে দেখতে পারে, এ জন্য এফডিএ কোম্পানিকে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সম্পর্কে অবহিত ব্যক্তিদের উদ্ধৃত করে বলা হয়েছে, আলোচনার সঙ্গে সঙ্গে দুই ডোজের তথ্য-উপাত্ত পর্যালোচনা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে মন্তব্য চেয়ে ফাইজার ও বায়োএনটেক এবং এফডিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি রয়টার্স। জানুয়ারিতে ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছিল, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওপর চালানো টিকার ট্রায়ালের ফলাফল এপ্রিলের মধ্যে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।