ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

এ বছরই যুদ্ধ শেষের আশা করছে ইউক্রেইন: জেলেনস্কি

  • আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমরা এবছরই যুদ্ধ শেষ করার আশা করছি। আরও তিন বছর নয়।” ইউক্রেইন যুদ্ধের তিনবছর পূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি একথা বলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যুদ্ধের তিনবছর পর ইউক্রেইনের জন্য তিনি কী আশা করছেন। এর জবাবেই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার আশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, “যুদ্ধ গোটা দেশের জন্য খুবই কঠিন।

” রাশিয়াকে আগামী দিনগুলোকে ঠেকিয়ে রাখতে স্বল্প মেয়াদে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, “ইইউ কিংবা নেটোতে দ্রুত যোগ দিলে আমাদের জন্য তা খুবই সহায়ক হবে।” সম্প্রতি জেলেনস্কি পশ্চিমা সামরিক জোট নেটোতে সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতেও রাজি বলে জানিয়েছেন। তবে রাশিয়া বরাবরই ইউক্রেইনের নেটোতে যোগদানের বিরোধিতা করে এসেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনিও রাশিয়া ঘেঁষা নীতিই অনুসরণ করছেন। ইউক্রেইনের নেটো সদস্যপদ পাওয়ার দরকার নেই এমন কথাও বলেছেন তিনি। ইউক্রেইন যুদ্ধ শেষের আলোচনায় ইউরোপকে অনেকটা এড়িয়ে চলছেন ট্রাম্প। আর তাতে ক্ষুব্ধ ইউরোপ আরও দৃঢ়ভাবে ইউক্রেইনের পাশে দাঁড়াচ্ছে। ইউক্রেইন যুদ্ধের তিনবছরপূর্তিতে ইউরোপীয় নেতারা সোমবার কিইভে জড়ো হয়েছেন। আর স্বভাবতই সেখানে উপস্থিত নেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

জেলেনস্কি সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গেই এক সংবাদ সম্মেলনে যুদ্ধ এবছরই শেষ করার আশা এবং নেটো বা ইইউতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নেটোতে ইউক্রেইনের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলা না গেলেও ইইউ-তে ইউক্রেইনের অচিরেই যোগ দেওয়ার আশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ইউক্রেইন ঠিক কবে নাগাদ ইইউতে যোগ দিতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভন ডার লিয়েন বলেন, ২০৩০ সালের আগেই তা হতে পারে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এ বছরই যুদ্ধ শেষের আশা করছে ইউক্রেইন: জেলেনস্কি

আপডেট সময় : ০৮:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমরা এবছরই যুদ্ধ শেষ করার আশা করছি। আরও তিন বছর নয়।” ইউক্রেইন যুদ্ধের তিনবছর পূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি একথা বলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যুদ্ধের তিনবছর পর ইউক্রেইনের জন্য তিনি কী আশা করছেন। এর জবাবেই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করার আশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, “যুদ্ধ গোটা দেশের জন্য খুবই কঠিন।

” রাশিয়াকে আগামী দিনগুলোকে ঠেকিয়ে রাখতে স্বল্প মেয়াদে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, “ইইউ কিংবা নেটোতে দ্রুত যোগ দিলে আমাদের জন্য তা খুবই সহায়ক হবে।” সম্প্রতি জেলেনস্কি পশ্চিমা সামরিক জোট নেটোতে সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতেও রাজি বলে জানিয়েছেন। তবে রাশিয়া বরাবরই ইউক্রেইনের নেটোতে যোগদানের বিরোধিতা করে এসেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনিও রাশিয়া ঘেঁষা নীতিই অনুসরণ করছেন। ইউক্রেইনের নেটো সদস্যপদ পাওয়ার দরকার নেই এমন কথাও বলেছেন তিনি। ইউক্রেইন যুদ্ধ শেষের আলোচনায় ইউরোপকে অনেকটা এড়িয়ে চলছেন ট্রাম্প। আর তাতে ক্ষুব্ধ ইউরোপ আরও দৃঢ়ভাবে ইউক্রেইনের পাশে দাঁড়াচ্ছে। ইউক্রেইন যুদ্ধের তিনবছরপূর্তিতে ইউরোপীয় নেতারা সোমবার কিইভে জড়ো হয়েছেন। আর স্বভাবতই সেখানে উপস্থিত নেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

জেলেনস্কি সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গেই এক সংবাদ সম্মেলনে যুদ্ধ এবছরই শেষ করার আশা এবং নেটো বা ইইউতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নেটোতে ইউক্রেইনের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলা না গেলেও ইইউ-তে ইউক্রেইনের অচিরেই যোগ দেওয়ার আশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ইউক্রেইন ঠিক কবে নাগাদ ইইউতে যোগ দিতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভন ডার লিয়েন বলেন, ২০৩০ সালের আগেই তা হতে পারে।