ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

এ নির্বাচন শুধু সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা: নজরুল

  • আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্রের নামে প্রহসন চলছে। নির্বাচনী খেলা চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই।’ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। কারণ সরকারবিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নেই। সেকারণে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এতে বড় বড় কথা আছে। কিন্তু গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিল বায়ুদূষণে সারা দুনিয়ায় শীর্ষে। তারা (আওয়ামী লীগ নেতারা) বলেন, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কী উন্নয়ন হলো তাহলে? আপনারা এই ঢাকা শহরকে বায়ুদূষণে শীর্ষ করেছেন!

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এ নির্বাচন শুধু সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা: নজরুল

আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্রের নামে প্রহসন চলছে। নির্বাচনী খেলা চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই।’ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। কারণ সরকারবিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নেই। সেকারণে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।’ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এতে বড় বড় কথা আছে। কিন্তু গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিল বায়ুদূষণে সারা দুনিয়ায় শীর্ষে। তারা (আওয়ামী লীগ নেতারা) বলেন, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কী উন্নয়ন হলো তাহলে? আপনারা এই ঢাকা শহরকে বায়ুদূষণে শীর্ষ করেছেন!