ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

এ দশক হবে রোবোটিক্স, স্বচালিত গাড়ির যুগ: হুয়াং

  • আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: আগামী বছরগুলোতে স্বচালিত গাড়ি ও রোবোটিক্স ক্ষেত্র অনেক বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র প্রধান জেনসেন হুয়াং।

বৃহস্পতিবার (১২ জুন) প্যারিসে অনুষ্ঠিত ‘ভিভা টেক’ সম্মেলনে হুয়াং বলেছেন, এই দশক হতে চলেছে স্বচালিত গাড়ি, রোবোটিক্স ও স্বচালিত মেশিনের দশক।

চালকবিহীন গাড়ি তৈরিতে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া। কারণ, এ গাড়ির জন্য কোম্পানিটি প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই বিক্রি করছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়ি বেশি দেখা যাচ্ছে। দেশটির স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলসের মতো কিছু জায়গায় রোবোট্যাক্সি পরিষেবা পরিচালনা করছে গুগলের মালিকানাধীন ‘ওয়েইমো’ কোম্পানি। অন্যদিকে, এরইমধ্যে নিজেদের নিজস্ব রোবোট্যাক্সি পরিষেবা চালু করেছে বাইদু ও পনি ডটএআই’সহ বেশ কয়েকটি চীনা কোম্পানিও। তবে এখনও স্বচালিত গাড়ি তেমনভাবে চালু হয়নি ইউরোপে।

সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এর মূল কারণ হচ্ছে দেশটিতে এখনও স্বচালিত গাড়ি চালানোর জন্য আইন-কানুনের বিষয়টি স্পষ্ট নয়। ফলে এ প্রযুক্তির বিভিন্ন কোম্পানি সহজে নিজেদের পরিষেবা শুরু করতে পারছে না। তবে ধীরে ধীরে এ প্রযুক্তি ইউরোপেও গুরুত্ব পাচ্ছে। যুক্তরাজ্যে ‘অটোনোমাস ভেহিকল অ্যাক্ট’ নামের এক আইন পাস হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে দেশটির রাস্তায় স্বয়ংচালিত গাড়ি চালুর পথ তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি। উবার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্যের স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানি ‘ওয়েভ’-এর সঙ্গে পার্টনারশিপে গিয়েছে তারা। এর মাধ্যমে ২০২৬ সালের বসন্তে যুক্তরাজ্যের রাস্তায় স্বয়ংচালিত গাড়ি পরীক্ষামূলকভাবে চালু করবে কোম্পানিটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এ দশক হবে রোবোটিক্স, স্বচালিত গাড়ির যুগ: হুয়াং

আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

প্রযুক্তি ডেস্ক: আগামী বছরগুলোতে স্বচালিত গাড়ি ও রোবোটিক্স ক্ষেত্র অনেক বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র প্রধান জেনসেন হুয়াং।

বৃহস্পতিবার (১২ জুন) প্যারিসে অনুষ্ঠিত ‘ভিভা টেক’ সম্মেলনে হুয়াং বলেছেন, এই দশক হতে চলেছে স্বচালিত গাড়ি, রোবোটিক্স ও স্বচালিত মেশিনের দশক।

চালকবিহীন গাড়ি তৈরিতে বড় ভূমিকা রাখছে এনভিডিয়া। কারণ, এ গাড়ির জন্য কোম্পানিটি প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই-ই বিক্রি করছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়ি বেশি দেখা যাচ্ছে। দেশটির স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলসের মতো কিছু জায়গায় রোবোট্যাক্সি পরিষেবা পরিচালনা করছে গুগলের মালিকানাধীন ‘ওয়েইমো’ কোম্পানি। অন্যদিকে, এরইমধ্যে নিজেদের নিজস্ব রোবোট্যাক্সি পরিষেবা চালু করেছে বাইদু ও পনি ডটএআই’সহ বেশ কয়েকটি চীনা কোম্পানিও। তবে এখনও স্বচালিত গাড়ি তেমনভাবে চালু হয়নি ইউরোপে।

সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এর মূল কারণ হচ্ছে দেশটিতে এখনও স্বচালিত গাড়ি চালানোর জন্য আইন-কানুনের বিষয়টি স্পষ্ট নয়। ফলে এ প্রযুক্তির বিভিন্ন কোম্পানি সহজে নিজেদের পরিষেবা শুরু করতে পারছে না। তবে ধীরে ধীরে এ প্রযুক্তি ইউরোপেও গুরুত্ব পাচ্ছে। যুক্তরাজ্যে ‘অটোনোমাস ভেহিকল অ্যাক্ট’ নামের এক আইন পাস হয়েছে, যা ২০২৬ সালের মধ্যে দেশটির রাস্তায় স্বয়ংচালিত গাড়ি চালুর পথ তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি। উবার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্যের স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানি ‘ওয়েভ’-এর সঙ্গে পার্টনারশিপে গিয়েছে তারা। এর মাধ্যমে ২০২৬ সালের বসন্তে যুক্তরাজ্যের রাস্তায় স্বয়ংচালিত গাড়ি পরীক্ষামূলকভাবে চালু করবে কোম্পানিটি।