বিনোদন ডেস্ক : শর্ট ভিডিও হোস্টিং অ্যাপ টিকটক, লাইকি নিয়ে অভিযোগের শেষ নেই। সম্প্রতি পদ্মা সেতুর ওপরে টিকটকারদের উদ্ভট কা- হতবাক করেছে। বিশেষ করে পদ্মা সেতুর ওপর সাদা পোশাক পরা এক নারী ও নাট খোলার চেষ্টা করা যুবক আলোচনার শীর্ষে রয়েছেন। এ পরিস্থিতিতে টিকটক, লাইকি অ্যাপ নিষিদ্ধের দাবি জানিয়েছেন গুণী গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ। এ নিয়ে গতকাল প্রিন্স মাহমুদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লেখার শুরুতে তিনি বলেন, ‘‘আমি সিওর পদ্মা সেতুর ওপরে পানি থেকে উঠে আসা ‘ইনা গিনা গিনা’ নৃত্যকরণরত টিকটকের ওই সফেদ-সাদা পাইথনটাকে কোনো কোনো পরিচালক তাদের নাটক-সিনেমায় নেবেন শুধু ভিউজ বাড়াবার নিয়তে। কেউ কেউ তার গলায় সুর খুঁজবেন। আর মিডিয়া তা প্রচার করবে।’’ টিকটকারদের উদ্ভট কর্মকা-ের জন্য নিজেদেরকেই দায়ী করেছেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, ‘অনাসৃষ্টি, উদ্ভট নাচ-গান আর নাট-বল্টু প্রজন্মের মদদ দাতা, পৃষ্ঠপোষক আমরাই, আর আমাদের শীর্ষস্থানীয় চ্যানেলগুলো যারা ‘আপনি প্রথম, আপনি তো ভাইরাল’ বলে টিকটকারদের পেছনে পেছনে মাইক্রোফোন, ক্যামেরা নিয়ে নির্লজ্জের মতো দৌড়াচ্ছি। এ অসম্ভবের আবাসস্থল, এখানে সব সম্ভব!’
শর্ট ভিডিও হোস্টিং অ্যাপ নিষিদ্ধ করার দাবি জানিয়ে ‘বাংলাদেশ’খ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ প্রিন্স বলেন, ‘বাচ্চারা এখন ছবি আঁকা শেখে না, শেখে না গান, পিয়ানো শেখে না কিন্তু টিকটক, লাইকিতে কি করতে হয় তা জানে। দয়া করে দেশে এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার বিষয়ে সবাই সোচ্চার হন, এ বিষয়ে লেখেন, একমত হন, দয়া করেৃ।’ পাশাপাশি এই #ইধহথঃরশঃড়শ #ইধহথখরশবব #ইধহথঈধঢ়পঁঃ হ্যাশট্যাগ চালুর দাবি জানিয়েছেন প্রিন্স মাহমুদ।
এ অসম্ভবের আবাসস্থল, এখানে সব সম্ভব: প্রিন্স মাহমুদ
ট্যাগস :
এ অসম্ভবের আবাসস্থল
জনপ্রিয় সংবাদ