ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কি.মি ভ্রমণ

  • আপডেট সময় : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ষা স্তরের ৪ জন রোভার স্কাউট সম্প্রতি কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্টগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছে। এরা হলেন রোভার মো. ইয়াসিন রহমান, রোভার খন্দকার জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মো. কাউসার অহিদ বিপ্লব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণ শেষ করেছে। পরিভ্রমণের সময় সমাজ সচেতনাতামূলক চারটি শ্লোগান দেয় তারা। এগুলো হচ্ছে- ‘সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি’; ‘চাঁদাবাজি সন্ত্রাস, করে দেশের সর্বনাশ’; ‘সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার’; ‘দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ’- বহন ও প্রচার করে’। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ২১ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান এই পরিভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরিভ্রমণ দল ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে ৫ দিনব্যাপী এই পরিভ্রমণ শুরু করে।

পরিভ্রমণ দল গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্রগ্রাম শহিদ মিনার হয়ে জিরো পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ দিনব্যাপী এই পরিভ্রমণ সমাপ্ত করে এবং ২৭ জানুয়ারি ঢাকায় ফিরে আসে। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি গ্রুপটির ২ জন কৃতি রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ বছর গ্রুপটির প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এয়ার রোভার স্কাউট গ্রুপের পায়ে হেঁটে ১৫০ কি.মি ভ্রমণ

আপডেট সময় : ০৭:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ষা স্তরের ৪ জন রোভার স্কাউট সম্প্রতি কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্টগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছে। এরা হলেন রোভার মো. ইয়াসিন রহমান, রোভার খন্দকার জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মো. কাউসার অহিদ বিপ্লব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণ শেষ করেছে। পরিভ্রমণের সময় সমাজ সচেতনাতামূলক চারটি শ্লোগান দেয় তারা। এগুলো হচ্ছে- ‘সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি’; ‘চাঁদাবাজি সন্ত্রাস, করে দেশের সর্বনাশ’; ‘সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার’; ‘দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ’- বহন ও প্রচার করে’। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ২১ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লূৎফর রহমান এই পরিভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরিভ্রমণ দল ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে ৫ দিনব্যাপী এই পরিভ্রমণ শুরু করে।

পরিভ্রমণ দল গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্রগ্রাম শহিদ মিনার হয়ে জিরো পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ দিনব্যাপী এই পরিভ্রমণ সমাপ্ত করে এবং ২৭ জানুয়ারি ঢাকায় ফিরে আসে। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি গ্রুপটির ২ জন কৃতি রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ বছর গ্রুপটির প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।