মোছাঃ সীমা ইসলাম : শীত পড়েছে ভীষণ বেগে
হিমেল হাওয়া যে বয়
গরীব দুখী চিন্তা করে
কেমনে বেঁচে রয়
শীতের দিনে সুখের ছোঁয়া
ধনী লোকের ঘরে,
এদিকেতে গরীব মানুষ
শীতের তরে মরে।
নাই তো তাদের গরম পোশাক
বাড়ছে শীতের জ্বালা
ধনীরা সব পরম সুখে
কাটায় সারা বেলা।
শীতের দিনে শিশির ঝরে
মুক্তা হাসে বাগে,
গরীব দুঃখীর কষ্ট দেখলে
মনে ব্যথা লাগে।
সাধ্য মতো শীতের বস্ত্র
যাও গো তাদের দিতে,
কষ্টে আছে গরীব দুঃখী
বুঝো না কেন শীতে
এসো সবাই শীতের পোশাক
করি তাদেরকে দান,
তোমার দানের তরে ও ভাই
বাঁচবে গরীবের প্রাণ।