রফিকুল ইসলাম : বর্ষা এসে কাঁদিয়ে গেলো
প্রিয়ার চোখে জল
সে জলেতে ছাতিম ডালে
ফুটছে ফুলের দল।
দখিন হাওয়া লুটায় এসে
আমন ধানের কোলে
সুনীল আকাশ ছায়া ফেলে
শান্ত-ঝিলের জলে।
পেঁজা তুলোর মেঘ ভেসে যায়
কভু যে না থামে
সজল-বঁধু হারিয়ে গেছে,
তাই কি অভিমানে ?
নদীর কূলে কাশ ফুটেছে
লাল পদ্ম সরোবরে
কৃষকের মনে স্বপ্ন জাগে
শিউলি-ঝরা ভোরে ।
শরৎ রাণীর দু’হাত ভরে
নীল আকাশের চুড়ি
শুভ্র শাড়ীর আঁচল মেলে
বেড়ায় রাতে উড়ি।
হিম শিশিরে রাতের শেষে
নেমে আসে ভূমি
দূর্বা-ঘাসের প্রণয় রাগে
সবুজ দু’ঠোঁট চুমি।