ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: নিজেদের দুটি অনুষদে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের’ (এসিবিএসপি) স্বীকৃতি পাওয়ার তথ্য দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় বলেছে, কোনো শর্ত ছাড়াই আগামী ১০ বছরের জন্য ব্যবসা এবং অর্থনীতি অনুষদকে স্বীকৃতি দিয়েছে এসিবিএসপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির প্রতিনিধিদল গত অক্টোবরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে।
এরপর সম্প্রতি এই স্বীকৃতির ঘোষণা দেয় তারা। “এই স্বীকৃতির ফলে ব্যবসায় এবং অর্থনীতি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অর্জিত ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী চাকরির বাজারে নিজেদের আরও যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবেন।” ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, “আমরা যে আন্তর্জাতিক মানের ব্যবসা শিক্ষা দিই, তার সবচেয়ে বড় প্রমাণ এসিবিএসপির স্বীকৃতি। এটি নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি আমাদের ছাত্র-শিক্ষকদের উৎসাহ যোগাবে।”