ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

‘এসিডে’ ঝলসে গেল ভাবি, ননদ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এসিড জাতীয় রাসায়নিক ছুড়ে এক গৃহবধূকে ঝলছে দেওয়ার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। উপজেলার চাঁদপুর গ্রামে গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়।
আহত গৃহবধূর বাবা এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করার পর পুলিশ ননদ যমুনা খাতুনকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের নানি ও হাসপাতালে উপস্থিত স্বজনরা জানান, দুই বছর আগে বিত্তিপাড়া গ্রামের এই মেয়ের সঙ্গে চাঁদপুর গ্রামের নয়নের বিয়ে হয়। নয়নের বাড়িতে তার বোনের স্বামী ঘরজামাই থাকেন। ননদের সাথে এই গৃহবধূর [ভাবি] প্রায়ই ঝগড়া লাগত। মামলায় অভিযোগ করা হয়, শনিবার দুপুরে এই গৃহবধূ বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় তার ননদ যমুনা বেগম তরল জাতীয় পদার্থ ছুড়ে দেয় তার শরীরে। এতে তার মুখ, বুক, পেট ও পিঠ ঝলসে যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিথিলা ইসলাম বলেন, ভিকটিমের কেমিক্যাল বার্ন ইনজুরি হয়েছে। তার শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। কেমিক্যাল বার্ন ইনজুরি ৫ ভাগের বেশি হলে ঝুঁকিপূর্ণ।
“তাকে ঝিনাইদহে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো প্রয়োজন।” শৈলকুপা থানার পরিদর্শক মো. মহসিন আলি বলেন, ভিকটিমের বাবা মেয়ের ননদ যমুনা বেগমকে আসামি করে মামলা করেছেন। রোববার রাতে পুলিশ ময়নাবেগমকে গ্রেপ্তার করেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘এসিডে’ ঝলসে গেল ভাবি, ননদ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এসিড জাতীয় রাসায়নিক ছুড়ে এক গৃহবধূকে ঝলছে দেওয়ার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। উপজেলার চাঁদপুর গ্রামে গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়।
আহত গৃহবধূর বাবা এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করার পর পুলিশ ননদ যমুনা খাতুনকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের নানি ও হাসপাতালে উপস্থিত স্বজনরা জানান, দুই বছর আগে বিত্তিপাড়া গ্রামের এই মেয়ের সঙ্গে চাঁদপুর গ্রামের নয়নের বিয়ে হয়। নয়নের বাড়িতে তার বোনের স্বামী ঘরজামাই থাকেন। ননদের সাথে এই গৃহবধূর [ভাবি] প্রায়ই ঝগড়া লাগত। মামলায় অভিযোগ করা হয়, শনিবার দুপুরে এই গৃহবধূ বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় তার ননদ যমুনা বেগম তরল জাতীয় পদার্থ ছুড়ে দেয় তার শরীরে। এতে তার মুখ, বুক, পেট ও পিঠ ঝলসে যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিথিলা ইসলাম বলেন, ভিকটিমের কেমিক্যাল বার্ন ইনজুরি হয়েছে। তার শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। কেমিক্যাল বার্ন ইনজুরি ৫ ভাগের বেশি হলে ঝুঁকিপূর্ণ।
“তাকে ঝিনাইদহে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো প্রয়োজন।” শৈলকুপা থানার পরিদর্শক মো. মহসিন আলি বলেন, ভিকটিমের বাবা মেয়ের ননদ যমুনা বেগমকে আসামি করে মামলা করেছেন। রোববার রাতে পুলিশ ময়নাবেগমকে গ্রেপ্তার করেছে।