ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এসিড জাতীয় রাসায়নিক ছুড়ে এক গৃহবধূকে ঝলছে দেওয়ার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। উপজেলার চাঁদপুর গ্রামে গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়।
আহত গৃহবধূর বাবা এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করার পর পুলিশ ননদ যমুনা খাতুনকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের নানি ও হাসপাতালে উপস্থিত স্বজনরা জানান, দুই বছর আগে বিত্তিপাড়া গ্রামের এই মেয়ের সঙ্গে চাঁদপুর গ্রামের নয়নের বিয়ে হয়। নয়নের বাড়িতে তার বোনের স্বামী ঘরজামাই থাকেন। ননদের সাথে এই গৃহবধূর [ভাবি] প্রায়ই ঝগড়া লাগত। মামলায় অভিযোগ করা হয়, শনিবার দুপুরে এই গৃহবধূ বাড়ির উঠানে বসেছিলেন। এ সময় তার ননদ যমুনা বেগম তরল জাতীয় পদার্থ ছুড়ে দেয় তার শরীরে। এতে তার মুখ, বুক, পেট ও পিঠ ঝলসে যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিথিলা ইসলাম বলেন, ভিকটিমের কেমিক্যাল বার্ন ইনজুরি হয়েছে। তার শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। কেমিক্যাল বার্ন ইনজুরি ৫ ভাগের বেশি হলে ঝুঁকিপূর্ণ।
“তাকে ঝিনাইদহে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো প্রয়োজন।” শৈলকুপা থানার পরিদর্শক মো. মহসিন আলি বলেন, ভিকটিমের বাবা মেয়ের ননদ যমুনা বেগমকে আসামি করে মামলা করেছেন। রোববার রাতে পুলিশ ময়নাবেগমকে গ্রেপ্তার করেছে।
‘এসিডে’ ঝলসে গেল ভাবি, ননদ গ্রেপ্তার
ট্যাগস :
‘এসিডে’ ঝলসে গেল ভাবি
জনপ্রিয় সংবাদ