অর্থ-বাণিজ্য ডেস্ক : এসিআই মটরসের ফোটন গাড়ির শো-রুম এস বি এস এন্টারপ্রাইজ বুধবার (২৩ মার্চ) ময়মনসিংহে উদ্বোধন করা হয়। শো-রুমটি ময়মনসিংহ জেলার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে শান্তিনগর মোড়, দিগারকান্দা এলাকায় অবস্থিত। ফোটনের এই শো-রুমে সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ টন, ১.৫ টন এবং ৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল যানবাহন এই শো- রুমে পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ডিরেক্টর (সেলস) আজম আলী, এস বি এস এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ইকরাম এলাহী খান, মময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মনতা-সহ এসিআই মটরসের অন্যান্য কর্মকর্তারা।