ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

এসবিতে ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু

  • আপডেট সময় : ১২:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু হলো পুলিশে। ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ’ স্লোগানকে সামনে রেখে বাহিনীর প্রথম ইউনিট হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এই ব্যবস্থাপনার যাত্রা শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশকে গড়তে দেশের সব দপ্তর ও সংস্থাগুলোকে ডিজিটাল নথি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এসবির ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্বোধন করেন। এর আগে অতিথিরা বঙ্গবন্ধু গ্যালারি, অপরেশনস্ কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডাটা সেন্টার এবং এসবির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সম্বলিত আর্কাইভ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম ও সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম। ২০২১ সালের ১৪ মার্চ এসবি প্রধানের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম সংস্থাটির কাজে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন এনেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান থাকা অবস্থায় জঙ্গিবাদ দমনে পুলিশের এই কর্মকর্তার ভূমিকা ব্যাপক প্রশংসা পায়। গত বছরের জানুয়ারিতে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। এবছরের ২৫ জানুয়ারি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৮ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পান। মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। তিনি যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও ক্রিমিনোলজিতে মাস্টার্স করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এসবিতে ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু

আপডেট সময় : ১২:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক :ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু হলো পুলিশে। ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশ’ স্লোগানকে সামনে রেখে বাহিনীর প্রথম ইউনিট হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এই ব্যবস্থাপনার যাত্রা শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশকে গড়তে দেশের সব দপ্তর ও সংস্থাগুলোকে ডিজিটাল নথি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এসবির ডিজিটাল নথি ব্যবস্থাপনার উদ্বোধন করেন। এর আগে অতিথিরা বঙ্গবন্ধু গ্যালারি, অপরেশনস্ কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডাটা সেন্টার এবং এসবির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সম্বলিত আর্কাইভ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম ও সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম। ২০২১ সালের ১৪ মার্চ এসবি প্রধানের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম সংস্থাটির কাজে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন এনেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম বিভাগের প্রধান থাকা অবস্থায় জঙ্গিবাদ দমনে পুলিশের এই কর্মকর্তার ভূমিকা ব্যাপক প্রশংসা পায়। গত বছরের জানুয়ারিতে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। এবছরের ২৫ জানুয়ারি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৮ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পান। মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। তিনি যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও ক্রিমিনোলজিতে মাস্টার্স করেন।