আঃ জলিল মন্ডল, গাইবান্ধা: গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ও সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদারকে আসামি করে সদর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন পুলিশের সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। জানা গেছে, গত বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর আমলী আদালতে মামলাটি দাখিল করা হয়।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ তিন চারজন আইনজীবি শুনানি করেন। এডভোকেট জান্নাতি ফেরদৌসী লাবনী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দাখিলকৃত মামলায় উল্লেখ করা হয়, চলতি বছরের মার্চ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তারেকুজ্জামান তুহিন মৌখিকভাবে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে মন্তব্য করেন। পরে ২৫ মার্চ বিকেলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সদর থানার ওসি শাহিনুর ইসলামের মাধ্যমে এসআই মনিরুজ্জামানকে থানায় ডেকে নেন। সে সময় মনিরুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ যাচাই বাচাই করা হয়। পরে পুলিশ সুপার উভয় ডিভাইস নিজের জিম্মায় রেখে দেন।
মামলায় আরও বলা হয়, ঘটনাটি বাইরে প্রকাশ করলে চাকরিচ্যুত করা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পরে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার কালাই থানায় বদলি করা হয়। মামলার পরদিন বৃহস্পতিবার তাকে কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়। বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসার ইন-চার্জ মোঃ জহুরুল ইসলামের সংগে কথা বললে তিনি জানান, দাপ্তরিকভাবে কোন মামলা পাননি। তবে সদর থানার অফিসার ইন-চার্জ মোঃ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার মোবাইল ও ল্যাপটপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সানা/ওআ/আপ্র/২৪/১০/২০২৫



















