নিজস্ব প্রতিবেদক : এ বছরের এসএসসি পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। এবার করোনাভাইরাসের কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি পরীক্ষা হবে। ইতিমধ্যে পরীক্ষার রুটিন ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো। এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।
এসএসসি পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ