ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস করা হয়েছে তার ওপরে পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণ না চেয়ে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তিতে দুর্নীতির প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি, এ বিষয়ে আমাদের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।’
এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। তাই পজিটিভ নিউজকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, মনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস করা হয়েছে তার ওপরে পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণ না চেয়ে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তিতে দুর্নীতির প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি, এ বিষয়ে আমাদের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।’
এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। তাই পজিটিভ নিউজকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, মনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।