ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

এসএমএস ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ নিতে জরুরি ঘোষণা

  • আপডেট সময় : ১২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকার প্রথম ডোজ নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের নিকটবর্তী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে দ্রুত দ্বিতীয় ডোজ গ্রণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে এই ঘোষণা দেয়া হয়। দেশে গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এপ্রিল মাসের শেষ সপ্তাহে টিকার মজুদ ফুরিয়ে যায়। অনেকেই প্রথম ডোজের টিকা নিয়ে অপেক্ষায় থাকেন। সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে আসায় তা গ্রহণে রোববার জরুরি ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৯১ জন (পুরুষ ৭০৯ জন ও নারী ৩৮২ জন)। এ নিয়ে ২২ আগস্ট পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ৯৩১ জন (পুরুষ ১৪ হাজার ২৩৮ জন ও নারী ১২ হাজার ৬৯৩ জন)। এ নিয়ে অ্যাস্ট্রাজেকার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জনে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এসএমএস ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ নিতে জরুরি ঘোষণা

আপডেট সময় : ১২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকার প্রথম ডোজ নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের নিকটবর্তী টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে দ্রুত দ্বিতীয় ডোজ গ্রণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে এই ঘোষণা দেয়া হয়। দেশে গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এপ্রিল মাসের শেষ সপ্তাহে টিকার মজুদ ফুরিয়ে যায়। অনেকেই প্রথম ডোজের টিকা নিয়ে অপেক্ষায় থাকেন। সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে আসায় তা গ্রহণে রোববার জরুরি ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৯১ জন (পুরুষ ৭০৯ জন ও নারী ৩৮২ জন)। এ নিয়ে ২২ আগস্ট পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ৯৩১ জন (পুরুষ ১৪ হাজার ২৩৮ জন ও নারী ১২ হাজার ৬৯৩ জন)। এ নিয়ে অ্যাস্ট্রাজেকার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জনে।