ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

এসএমই মেলা ,ক্রেতাদের উপস্থিতি আশা দেখাচ্ছে বিক্রেতাদের

  • আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : কেউ এনেছেন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য রংপুরের শতরঞ্জি, কেউবা বাঁশ-বেত-পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য। কারও স্টলে বিক্রি হচ্ছে হালকা প্রকৌশল পণ্য, আবার কারও কাছে রয়েছে ছোটদের খেলনা। পোশাক ও চামড়ার পণ্যের পসরা সাজিয়েও বসেছেন অনেকে। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি পণ্যের স্টল রয়েছে। সবই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের তৈরি। সেবা খাতেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ১০ দিনের জাতীয় এসএমই পণ্যমেলা ঘুরে এমন সব দৃশ্য দেখা গেছে। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত। বিক্রেতাদের একটি বড় অংশ প্রথম আলোকে জানান, গত বছরের চেয়ে এবারে শুরুর দিকে বিক্রি তুলনামূলক কম ছিল। তবে মেলার শেষের দিকে এসে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। সরেজমিন গত বুধবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সারা দিন ঢিএসএমই মেলা
ক্রেতাদের উপস্থিতি আশা দেখাচ্ছে বিক্রেতাদের
অর্থনৈতিক প্রতিবেদক : কেউ এনেছেন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য রংপুরের শতরঞ্জি, কেউবা বাঁশ-বেত-পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য। কারও স্টলে বিক্রি হচ্ছে হালকা প্রকৌশল পণ্য, আবার কারও কাছে রয়েছে ছোটদের খেলনা। পোশাক ও চামড়ার পণ্যের পসরা সাজিয়েও বসেছেন অনেকে। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি পণ্যের স্টল রয়েছে। সবই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের তৈরি। সেবা খাতেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ১০ দিনের জাতীয় এসএমই পণ্যমেলা ঘুরে এমন সব দৃশ্য দেখা গেছে। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত। বিক্রেতাদের একটি বড় অংশ প্রথম আলোকে জানান, গত বছরের চেয়ে এবারে শুরুর দিকে বিক্রি তুলনামূলক কম ছিল। তবে মেলার শেষের দিকে এসে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। সরেজমিন গত বুধবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সারা দিন ঢিলেঢালাভাবে চললেও সন্ধ্যার পর গ্রাহকদের উপচে পড়া ভিড় হয়। এতে বিক্রি বেশ বাড়ে বলে জানান বিক্রেতারা।

লেঢালাভাবে চললেও সন্ধ্যার পর গ্রাহকদের উপচে পড়া ভিড় হয়। এতে বিক্রি বেশ বাড়ে বলে জানান বিক্রেতারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এসএমই মেলা ,ক্রেতাদের উপস্থিতি আশা দেখাচ্ছে বিক্রেতাদের

আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : কেউ এনেছেন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য রংপুরের শতরঞ্জি, কেউবা বাঁশ-বেত-পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য। কারও স্টলে বিক্রি হচ্ছে হালকা প্রকৌশল পণ্য, আবার কারও কাছে রয়েছে ছোটদের খেলনা। পোশাক ও চামড়ার পণ্যের পসরা সাজিয়েও বসেছেন অনেকে। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি পণ্যের স্টল রয়েছে। সবই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের তৈরি। সেবা খাতেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ১০ দিনের জাতীয় এসএমই পণ্যমেলা ঘুরে এমন সব দৃশ্য দেখা গেছে। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত। বিক্রেতাদের একটি বড় অংশ প্রথম আলোকে জানান, গত বছরের চেয়ে এবারে শুরুর দিকে বিক্রি তুলনামূলক কম ছিল। তবে মেলার শেষের দিকে এসে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। সরেজমিন গত বুধবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সারা দিন ঢিএসএমই মেলা
ক্রেতাদের উপস্থিতি আশা দেখাচ্ছে বিক্রেতাদের
অর্থনৈতিক প্রতিবেদক : কেউ এনেছেন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য রংপুরের শতরঞ্জি, কেউবা বাঁশ-বেত-পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য। কারও স্টলে বিক্রি হচ্ছে হালকা প্রকৌশল পণ্য, আবার কারও কাছে রয়েছে ছোটদের খেলনা। পোশাক ও চামড়ার পণ্যের পসরা সাজিয়েও বসেছেন অনেকে। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি পণ্যের স্টল রয়েছে। সবই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের তৈরি। সেবা খাতেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা ১০ দিনের জাতীয় এসএমই পণ্যমেলা ঘুরে এমন সব দৃশ্য দেখা গেছে। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ মেলা, যা চলবে আগামী ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত। বিক্রেতাদের একটি বড় অংশ প্রথম আলোকে জানান, গত বছরের চেয়ে এবারে শুরুর দিকে বিক্রি তুলনামূলক কম ছিল। তবে মেলার শেষের দিকে এসে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। সরেজমিন গত বুধবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সারা দিন ঢিলেঢালাভাবে চললেও সন্ধ্যার পর গ্রাহকদের উপচে পড়া ভিড় হয়। এতে বিক্রি বেশ বাড়ে বলে জানান বিক্রেতারা।

লেঢালাভাবে চললেও সন্ধ্যার পর গ্রাহকদের উপচে পড়া ভিড় হয়। এতে বিক্রি বেশ বাড়ে বলে জানান বিক্রেতারা।