বরিশাল সংবাদদাতা : ঘুস নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর বাংলাবাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালান। ওই মাইক্রোবাসে ১১ জন যাত্রী ছিলেন। তারা তল্লাশি চালিয়ে চার ক্যান বিয়ার পায়। এতে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে তারা এক লাখ টাকা ঘুস দাবি করেন। দর কষাকষির পর ২০ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিতে রাজি হন ওই ব্যক্তিরা।


























