অর্থ-বাণিজ্য ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে ঝিনাইদহ অঞ্চলের ১০০ জন কৃষান-কৃষানিকে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। শনিবার ঝিনাইদহ সার্কিট হাউজে আয়োজিত এই অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং সিও এর নির্বাহী পরিচালক মো.সামছুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ও এগ্রিকালচারাল ফাইন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমাদ খান, যশোর শাখার ব্যবস্থাপক মো.আবু বকর সিদ্দিক এবং মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের এফএভিপি মো. হুমায়ুন কবীর।