ক্রীড়া ডেস্ক : লম্বা সময় পর আবার পাকিস্তানের হয়ে খেলার হাতছানি মোহাম্মদ হাসনাইনের সামনে। শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে ডানহাতি এই পেসারকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে ১৫ সদস্যের দলে যোগ করার কথা জানায়। ডান হাঁটুর লিগামেন্টে চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের বোলিং আক্রমণের মূল অস্ত্র আফ্রিদি। ২২ বছর বয়সী বাঁহাতি এই ফাস্ট বোলারকে ৪ থেকে ৬ সপ্তাহের বিশ্রাম দিয়েছে তাদের মেডিকেল টিম। গত মাসে শ্রীলঙ্কা সফরে গলে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় ওই চোট পান আফ্রিদি। এশিয়া কাপের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার।
আফ্রিদির চোট আশীর্বাদ হয়ে এলো হাসনাইনের জন্য। পাকিস্তানের হয়ে তার টি-টোয়েন্টি অভিষেক ২০১৯ সালের মে মাসে। নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে তার শিকার ২৯ উইকেট। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.৯০ রান দিয়ে। সবশেষ তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন ২০২১ সালের ডিসেম্বরে, টি-টোয়েন্টিতে। ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে এখন পর্যন্ত ৮২ টি-টোয়েন্টি ম্যাচে ওভারপ্রতি ৮.৫১ রান দিয়ে তার প্রাপ্তি ১০০ উইকেট। খেলেছেন পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টি-টোয়েন্টি লিগগুলোতে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য গত ফেব্রুয়ারির শুরুতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন। অ্যাকশন শুধরে বোলিংয়ের ছাড়পত্র পান জুনে। ১০০ বলের প্রতিযোগিতা ‘দা হানড্রেড’- এ ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলতে বর্তমানে ইংল্যান্ডে আছেন হাসনাইন। শিগগিরই তিনি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে আগামী ২৮ অগাস্ট দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
এশিয়া কাপে আফ্রিদির বদলি হাসনাইন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ