ক্রীড়া প্রতিবেদক : সিলেটে কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত। সেই বৃষ্টিতে বিদায় ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের! গ্রুপ পর্বে আরব আমিরাতের বিপক্ষে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে নিশ্চিত জয় হাতছাড়া করে নিগার সুলতানার দলকে ছিটকে যেতে হয়েছে। বুধবারও সিলেটে বৃষ্টি হয়েছে। আবহাওয়া রিপোর্টে আরও কিছুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় নারী এশিয়া কাপে সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রেখেছে এসিসি। সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ভারত-থাইল্যান্ড ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচ দুটি সেদিন বৃষ্টির কারণে না হলে পরদিন ১৪ অক্টোবর মাঠে গড়াবে। এদিনও না হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। ১৫ অক্টোবর হবে ফাইনাল। এদিন বৃষ্টির হানায় ম্যাচটি না হলে পরের দিন ১৬ অক্টোবর শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। এদিনও যদি না হয় তাহলে মাঠে গড়াবে সুপার ওভার। সেটিও সম্ভব না হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন বিবেচিত হবে। এ প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ‘সেমিফাইনাল দুটি একদিনে অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টির কারণে না হয় তাহলে পরদিন মাঠে গড়াবে। আর নির্ধারিত দিনে ফাইনালও না হলে সেটি অনুষ্ঠিত হবে পরদিন। সুপার ওভারও রাখা হয়েছে এই ম্যাচগুলোতে। যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল জয়ী হবে। হিসাব হবে রানরেটের।’