ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

এশিয়ার চার দেশ সফরে যুক্তরাষ্ট্রের স্পিকার

  • আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

রয়টার্স : বহুল আলোচিত এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার শুরু হওয়া এই সফরে এশিয়ার চার দেশে যাওয়ার কথা রয়েছে তার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পেলোসি ন্যান্সির দফতর থেকে তার এশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কিছু জানানো হয়নি। মার্কিন স্পিকারের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার ন্যান্সি পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দেশগুলোর বাইরে পেলোসি অন্য কোথাও যাবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ন্যান্সি পেলোসির দফতর জানিয়েছে, সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন মার্কিন স্পিকার। ন্যান্সি পেলোসির সঙ্গে থাকা প্রতিনিধি দলে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকসও রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার চার দেশ সফরে যুক্তরাষ্ট্রের স্পিকার

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

রয়টার্স : বহুল আলোচিত এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার শুরু হওয়া এই সফরে এশিয়ার চার দেশে যাওয়ার কথা রয়েছে তার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পেলোসি ন্যান্সির দফতর থেকে তার এশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কিছু জানানো হয়নি। মার্কিন স্পিকারের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার ন্যান্সি পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দেশগুলোর বাইরে পেলোসি অন্য কোথাও যাবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ন্যান্সি পেলোসির দফতর জানিয়েছে, সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন মার্কিন স্পিকার। ন্যান্সি পেলোসির সঙ্গে থাকা প্রতিনিধি দলে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকসও রয়েছেন।