ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

এশিয়ান আরচারির কোয়ালিফিকেশনে ১২তম দিয়া সিদ্দিকী

  • আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : রোববার বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। সকালে রিকার্ভ মহিলা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৯ দেশের ২৬ আরচার ৭০ মিটার দূরত্বে ৭২টি করে তীর ছুড়ে কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেন। কোরিয়ার রিউ সু জং ৬৮৭ স্কোর করে ১ম, ওহ ইয়েজিন ৬৮১ স্কোর করে ২য় এবং ‘লিম হেজিন ৬৭৭ স্কোর করে ৩য় হয়েছেন। বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩৭ স্কোর করে ১২তম, নাসরিন আক্তার ৬২৯ স্কোর করে ১৫তম, বিউটি রায় ৬২১ স্কোর করে ১৭তম এবং শ্রাবনী আক্তার ৫৯৯ স্কোর করে ২৩তম হয়েছেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ৯ দেশ থেকে ৩৪ আরচার প্রত্যেকে ৫০ মিটার দূরত্বে ৭২টি করে তীর ছুড়ে কোয়ালিফিকেশনে অংশ নেন। কোরিয়ার চৈ ইয়ংহি ৭১৬ স্কোর করে ১ম, কিম জংহো ৭০৯ স্কোর করে ২য় এবং ভারতের ‘যাদভ ৭০৮ স্কোর করে ৩য় হয়েছেন। বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ৭০০ স্কোর করে ৯ম, মোহাম্মদ আশিকুজ্জামান ৬৯৯ স্কোর করে ১১তম, মো: সোহেল রানা ৬৯৮ স্কোর করে ১৪তম এবং অসীম কুমার দাস ৬৯০ স্কোর করে ২১তম হয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এশিয়ান আরচারির কোয়ালিফিকেশনে ১২তম দিয়া সিদ্দিকী

আপডেট সময় : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : রোববার বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। সকালে রিকার্ভ মহিলা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৯ দেশের ২৬ আরচার ৭০ মিটার দূরত্বে ৭২টি করে তীর ছুড়ে কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেন। কোরিয়ার রিউ সু জং ৬৮৭ স্কোর করে ১ম, ওহ ইয়েজিন ৬৮১ স্কোর করে ২য় এবং ‘লিম হেজিন ৬৭৭ স্কোর করে ৩য় হয়েছেন। বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬৩৭ স্কোর করে ১২তম, নাসরিন আক্তার ৬২৯ স্কোর করে ১৫তম, বিউটি রায় ৬২১ স্কোর করে ১৭তম এবং শ্রাবনী আক্তার ৫৯৯ স্কোর করে ২৩তম হয়েছেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ৯ দেশ থেকে ৩৪ আরচার প্রত্যেকে ৫০ মিটার দূরত্বে ৭২টি করে তীর ছুড়ে কোয়ালিফিকেশনে অংশ নেন। কোরিয়ার চৈ ইয়ংহি ৭১৬ স্কোর করে ১ম, কিম জংহো ৭০৯ স্কোর করে ২য় এবং ভারতের ‘যাদভ ৭০৮ স্কোর করে ৩য় হয়েছেন। বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ৭০০ স্কোর করে ৯ম, মোহাম্মদ আশিকুজ্জামান ৬৯৯ স্কোর করে ১১তম, মো: সোহেল রানা ৬৯৮ স্কোর করে ১৪তম এবং অসীম কুমার দাস ৬৯০ স্কোর করে ২১তম হয়েছেন।