ক্রীড়া ডেস্ক : পিসিবির বিশ্বকাপ বয়কটের হুমকিকে খুব একটা আমলে নিচ্ছেন না রবিচন্দ্রন অশ্বিন। ভারতের অভিজ্ঞ এই অফ স্পিনার মনে করছেন, এশিয়া কাপের ভেন্যু বদল করা উচিত। পাকিস্তানের জায়গায় এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজন করা উচিত শ্রীলঙ্কায়। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী এশিয়া কাপের ষোড়শ আসর বসবে পাকিস্তানে। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা টুর্নামেন্টটি। কিন্তু ‘রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে’ প্রতিবেশী দেশে যেতে চায় না ভারত। তাই এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ইচ্ছার কথা গত অক্টোবরে জানান বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। তখনই তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে অংশ না নেওয়ার হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের খবর, তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার সুরে কথা বলছেন নতুন প্রধান নাজাম শেঠিও। তবে পিসিবির বিশ্বকাপ বয়কটের এই হুমকিকে আমলে নিচ্ছেন না অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, এমন কথা সবাই বলে থাকে।
“এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু ভারত ঘোষণা করেছে যে, যদি টুর্নামেন্টটি পাকিস্তানে হয়, তাহলে আমরা তাতে অংশ নেব না। আমাদের অংশগ্রহণ করাতে হলে ভেন্যু পরিবর্তন করতে হবে।” “এমনটা তো আমরা অনেকবার দেখেছি, তাই না? আমরা যখন বলি যে, তোমাদের দেশে যাব না, তারাও বলবে আমাদের দেশে আসবে না। একইভাবে পাকিস্তান বলেছে, তারা বিশ্বকাপ খেলতে আসবে না। তবে আমি মনে করি, এটা সম্ভব নয়।” গত শনিবার এসিসির নির্বাহী কমিটির সভায় ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। পরে বিজ্ঞপ্তি দিয়ে এসিসি জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়া কাপের গুরুত্ব বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছেন অশ্বিন। তার মতে, শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি হলে ভালো হবে বেশি। “শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ৫০ ওভারের বিশ্বকাপের আগে এটি গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। দুবাইয়ে অনেক টুর্নামেন্ট হয়েছে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ হলে আমিও খুশি হব।”
এশিয়া কাপ শ্রীলঙ্কায় হলে খুশি অশ্বিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ