ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও যে কারণে দেশে ফিরছে না বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: চলমান এশিয়া কাপ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে আশা জাগালেও চরম ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা।

কিন্তু মহাদেশীয় আসর থেকে বিদায় নিলেও সহসা দেশে ফিরে আসছে না লিটন দাসের দল। কারণটা অবশ্য আগেই ঠিক করা ছিল। এশিয়া কাপের ব্যস্ততা শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মহারণ দিয়ে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পর্দা নামবে আট জাতির এশিয়া কাপ। এর পাঁচ দিন পরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমানসংখ্যক ওয়ানডের দুটি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই ভেন্যুতে ৩ অক্টোবর দ্বিতীয় ও ৫ অক্টোবর হবে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। যদিও আসরে খালি হাতেই ফিরতে হয়েছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এশিয়া কাপ থেকে বিদায় নিলেও যে কারণে দেশে ফিরছে না বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: চলমান এশিয়া কাপ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে আশা জাগালেও চরম ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরে ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা।

কিন্তু মহাদেশীয় আসর থেকে বিদায় নিলেও সহসা দেশে ফিরে আসছে না লিটন দাসের দল। কারণটা অবশ্য আগেই ঠিক করা ছিল। এশিয়া কাপের ব্যস্ততা শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মহারণ দিয়ে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) পর্দা নামবে আট জাতির এশিয়া কাপ। এর পাঁচ দিন পরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমানসংখ্যক ওয়ানডের দুটি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই ভেন্যুতে ৩ অক্টোবর দ্বিতীয় ও ৫ অক্টোবর হবে তৃতীয় টি-টোয়েন্টি। এরপর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। যদিও আসরে খালি হাতেই ফিরতে হয়েছে।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫