ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

এশিয়ান ফুটসালের বাছাইয়ে থাকবেন বিদেশি কোচ

  • আপডেট সময় : ০৭:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কমিটি এসে ফুটবল জাগরণের চেষ্টা করে যাচ্ছে। ফুটবলের পাশাপাশি আরেক সংস্করণ ফুটসালেও জোর দিচ্ছে তারা। বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশে ফুটসালের কোনো অবকাঠামো কিংবা জাতীয় দল না থাকায় সেপ্টেম্বরে হওয়া বাছাই পর্ব সামনে রেখে আপাতত দল গঠনে উন্মুক্ত ট্রায়াল হতে যাচ্ছে। ২০ ও ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের যাচাই-বাছাই।

হাতে সময় কম থাকায় টুর্নামেন্ট আয়োজন না করে ট্রায়াল থেকে ৪০ খেলোয়াড় নেওয়া হবে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেছেন, ‘আগস্টের মধ্যে এএফসিতে খেলোয়াড় নিবন্ধন করতে হবে। ফলে এই মুহূর্তে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ নেই। তাই আমরা দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করবো। আমাদের কেউ কেউ এমনিতে ব্যক্তিগতভাবে দেশের বাইরে খেলে থাকেন। তাদের এই ট্রায়ালে পাবো বলে আশাবাদী। তবে আরো আগে বাফুফের নীতি নির্ধারকরা যদি জানাতো, তাহলে তখন টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় বাছাই করার সুযোগ হতো। তাই এবার তা সম্ভব হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বেশ জোর দিয়েছেন। ফুটসাল নিয়ে সামনের দিকে আমাদের অনেক পরিকল্পনা আছে।’

ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের জন্য এই পথ কঠিন তো বটে। তারওপর দেশে ফুটসালের ওপর কোনো অবকাঠামো নেই। ফুটসাল ফাইভ এ সাইড খেলা। আন্তর্জাতিক নিয়মে খেলা হয় ফাইভ এ সাইড করে। দেশে সান্ধ্যকালীন বিভিন্ন টার্ফে কৃত্রিম আলোতে নানা জায়গায় খেলা হয়ে থাকে। তা ফুটসালের আদলে নয় বলে জানালেন ইমরানুর রহমান, ‘ফুটসাল অন্যরকম খেলা। সান্ধ্যকালীন তো আপনি যতজন পারেন খেলতে পারেন। সমস্যা হলো আমাদের জন্য ফুটসালের কোনো উডেন ফ্লোর নেই; যেখানে আমরা খেলতে পারি কিংবা তেমন অবকাঠামোও নেই। এখন ইরান বিশ্বে পঞ্চম। মালয়েশিয়া ও আরব আমিরাত কম শক্তিশালী নয়। তাদের বিপক্ষে অভিষেকেই যতদূর পারি যেন সম্মানজনক লড়াই হয়।’

১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের নিয়ে হ্যান্ডবল স্টেডিয়ামে হবে ট্রায়াল। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও কোচরা খেলোয়াড়দের বাছাই করবেন। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে দুই মাসের অনুশীলন হবে। কোচ আসতে পারে ইরান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে।

এএফসির ফুটসালের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে কোনো দেশের হেড কোচ হতে লেভেল-৩ সার্টিফিকেট লাগে। বাংলাদেশি কারো এই ডিগ্রি নেই। তাই বিদেশি কোচ আনা হচ্ছে বলে জানালেন ইমরান- ‘বাফুফে থেকে বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রায়াল থেকে খেলোয়াড় বাছাই হওয়ার পর কোচ তাদের ট্রেনিং করাবেন। আপাতত বিদেশি কোচের সঙ্গে চুক্তি ২ মাসের হতে পারে। যেহেতু আমাদের উডেন ফ্লোরে খেলা হবে, তাই আমরা বাংলাদেশ দলকে দেশের বাইরে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলাবো। যেন এএফসির আসরে খেলতে কিছুটা হলেও সুবিধা হয়।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এশিয়ান ফুটসালের বাছাইয়ে থাকবেন বিদেশি কোচ

আপডেট সময় : ০৭:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কমিটি এসে ফুটবল জাগরণের চেষ্টা করে যাচ্ছে। ফুটবলের পাশাপাশি আরেক সংস্করণ ফুটসালেও জোর দিচ্ছে তারা। বাংলাদেশ পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান ফুটসালের বাছাইয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশে ফুটসালের কোনো অবকাঠামো কিংবা জাতীয় দল না থাকায় সেপ্টেম্বরে হওয়া বাছাই পর্ব সামনে রেখে আপাতত দল গঠনে উন্মুক্ত ট্রায়াল হতে যাচ্ছে। ২০ ও ২১ জুলাই হ্যান্ডবল স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের যাচাই-বাছাই।

হাতে সময় কম থাকায় টুর্নামেন্ট আয়োজন না করে ট্রায়াল থেকে ৪০ খেলোয়াড় নেওয়া হবে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেছেন, ‘আগস্টের মধ্যে এএফসিতে খেলোয়াড় নিবন্ধন করতে হবে। ফলে এই মুহূর্তে বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ নেই। তাই আমরা দুই দিন ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই করবো। আমাদের কেউ কেউ এমনিতে ব্যক্তিগতভাবে দেশের বাইরে খেলে থাকেন। তাদের এই ট্রায়ালে পাবো বলে আশাবাদী। তবে আরো আগে বাফুফের নীতি নির্ধারকরা যদি জানাতো, তাহলে তখন টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় বাছাই করার সুযোগ হতো। তাই এবার তা সম্ভব হচ্ছে না। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বেশ জোর দিয়েছেন। ফুটসাল নিয়ে সামনের দিকে আমাদের অনেক পরিকল্পনা আছে।’

ফুটসালে অভিষেকের আসরে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ইরান ও স্বাগতিক মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে। আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের জন্য এই পথ কঠিন তো বটে। তারওপর দেশে ফুটসালের ওপর কোনো অবকাঠামো নেই। ফুটসাল ফাইভ এ সাইড খেলা। আন্তর্জাতিক নিয়মে খেলা হয় ফাইভ এ সাইড করে। দেশে সান্ধ্যকালীন বিভিন্ন টার্ফে কৃত্রিম আলোতে নানা জায়গায় খেলা হয়ে থাকে। তা ফুটসালের আদলে নয় বলে জানালেন ইমরানুর রহমান, ‘ফুটসাল অন্যরকম খেলা। সান্ধ্যকালীন তো আপনি যতজন পারেন খেলতে পারেন। সমস্যা হলো আমাদের জন্য ফুটসালের কোনো উডেন ফ্লোর নেই; যেখানে আমরা খেলতে পারি কিংবা তেমন অবকাঠামোও নেই। এখন ইরান বিশ্বে পঞ্চম। মালয়েশিয়া ও আরব আমিরাত কম শক্তিশালী নয়। তাদের বিপক্ষে অভিষেকেই যতদূর পারি যেন সম্মানজনক লড়াই হয়।’

১৮-৩৫ বছর বয়সী আগ্রহীদের নিয়ে হ্যান্ডবল স্টেডিয়ামে হবে ট্রায়াল। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও কোচরা খেলোয়াড়দের বাছাই করবেন। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে দুই মাসের অনুশীলন হবে। কোচ আসতে পারে ইরান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে।

এএফসির ফুটসালের শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে কোনো দেশের হেড কোচ হতে লেভেল-৩ সার্টিফিকেট লাগে। বাংলাদেশি কারো এই ডিগ্রি নেই। তাই বিদেশি কোচ আনা হচ্ছে বলে জানালেন ইমরান- ‘বাফুফে থেকে বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রায়াল থেকে খেলোয়াড় বাছাই হওয়ার পর কোচ তাদের ট্রেনিং করাবেন। আপাতত বিদেশি কোচের সঙ্গে চুক্তি ২ মাসের হতে পারে। যেহেতু আমাদের উডেন ফ্লোরে খেলা হবে, তাই আমরা বাংলাদেশ দলকে দেশের বাইরে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলাবো। যেন এএফসির আসরে খেলতে কিছুটা হলেও সুবিধা হয়।’

আজকের প্রত্যাশা/কেএমএএ