মোঃ রতন ইসলাম : ফুরফুর বায়ু কেন ঘুরঘুর করে,
বেগ দেখে মনেহয় মেঘ নাকি ঝরে?
শুরু হলো দূরাকাশে গুরুগুরু সুর,
একী হলো! কালোছায়া দেখি দূরদূর!
টুপটাপ ঝরে পানি চুপচাপ দেখি,
ধরাটার রূপ নিয়ে ছড়াখানা লেখি।
শাখেশাখে পাখি বসে ঝাঁকে আর ঝাঁকে,
পাতা দিয়ে ছাতা গড়ে মাথাগুলো ঢাকে।
ছোটাছুটি করে লোকে মোটামুটি ডরে,
ভিজে যদি মেঘজলে কি যে হবে পরে?
কাশি কিবা জ্বর হলে হাসি যাবে থেমে,
এই ভেবে ছোটে ঘরে ধেইধেই ঘেমে।
নেমে ফের বৃষ্টিটা থেমে গেল পরে,
বের হয়ে লোক পথে ফের কাজ ধরে।
এলো মেঘ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ