ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

এলিয়েন খুঁজতে ধর্মযাজকদের নিয়ে মহাকাশে নাসা

  • আপডেট সময় : ০১:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মানুষ সবসময়েই ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের বিষয়ে জানতে চায়। এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন চালু করছে নাসা। তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা । তারা ধর্মযাজকদের নিয়োগ করবে। নাসা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে। তাই এই বৈজ্ঞানিক মিশনে তারা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে। নাসা জানতে চায় এলিয়েনদের নিয়ে বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে। বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা থাকবে। নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন করবে। ইংরেজির বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তারা হন যারা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন। এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে। যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট। ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে। যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷ মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মা-ে এরকম শত শত মিল্কিওয়ে আছে। পৃথিবীর বাইরেও প্রাণের অস্থিত্ব থাকতে পারে। এবার ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসা গবেষণা করার জন্য নামবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এলিয়েন খুঁজতে ধর্মযাজকদের নিয়ে মহাকাশে নাসা

আপডেট সময় : ০১:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : মানুষ সবসময়েই ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের বিষয়ে জানতে চায়। এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন চালু করছে নাসা। তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা । তারা ধর্মযাজকদের নিয়োগ করবে। নাসা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে। তাই এই বৈজ্ঞানিক মিশনে তারা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে। নাসা জানতে চায় এলিয়েনদের নিয়ে বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে। বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা থাকবে। নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন করবে। ইংরেজির বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তারা হন যারা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন। এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে। যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট। ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে। যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷ মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মা-ে এরকম শত শত মিল্কিওয়ে আছে। পৃথিবীর বাইরেও প্রাণের অস্থিত্ব থাকতে পারে। এবার ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসা গবেষণা করার জন্য নামবে।